#মুম্বই : সময়টা দারুণ যাচ্ছে ভারতীয় এই ক্রিকেটার ৷ দলে ফিরেছেন আবার আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ফিরেই দাগ কেটেছেন অজিঙ্ক রাহানে ৷ এরমধ্যেই পেলেন দারুণ সুখবর ৷ বাবা হলেন ভারতের এই সেলিব্রিটি ক্রিকেটার ৷ রাহানের বাবা হওয়ার খবর জানিয়ে ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সিং ৷
জুলাই মাসে অজিঙ্ক রাহানে জানিয়েছিলেন তাঁর স্ত্রী রাধিকা ধোপপাভাকার সন্তানের বাবা -মা হতে চলেছেন ৷ ট্র্যাডিশানাল পোশাকে ছবি দিয়েছিলেন যাতে রাধিকার বেবি বাম্পও বোঝা যাচ্ছিল ৷ ২০১৪ সালে মারাঠি রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দু‘জন ৷ স্বামীর দায়িত্ব পালনের সঙ্গে এবার বাবার দায়িত্বও পালন করবেন অজিঙ্ক রাহানে ৷ কন্যা সন্তানের আগমনে খুশির জোয়ার ক্রিকেট সার্কিটে ৷
আরও পড়ুন - এবার পুজোয় 'লিলিপুটদের দেশ ’,সল্টলেক FD ব্লকের পুজো দেখুন এক ক্লিকে
রাহানে ও রাধিকা এই সুখবর অবশ্য সোশ্যাল মিডিয়ায় দেননি ৷ তবে হরভজন কাজের কাজ করে দিয়েছেন ৷
ভারতীয় ক্রিকেটাররা এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন ৷ প্রথম টেস্টে এখনও অবধি টিম ইন্ডিয়ার পারফরম্যান্স বেশ ভালো ৷ আরও দেখুনCongratulations new daddy in town @ajinkyarahane88 hope Mum and lil princess are doing well.. fun part of life starts now ajju. #fatherhood
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 5, 2019