# কলকাতা : আজ থেকে শুরু ঐতিহাসিক Pink Ball Test ৷ এই প্রথম ভারত দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবে ৷ ইডেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে টগবগ করে ফুটছে ৷ প্রথম দিনে মাঠে শেখ হাসিনা হাজির থাকছেন ৷
সকাল ১০.২৫ নাগাদ কলকাতায় নামবেন হাসিনা ৷ বেলা ১২টার পর ইডেনে পৌঁছবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ মাঠে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ১২.৫০-এ ইডেন বেল বাজাবেন হাসিনা-মমতা ৷ বাংলাদেশ টিমের হোটেলেও যাবেন হাসিনা৷ ইডেনে ফিরে যোগ দেবেন জমকালো অনুষ্ঠানে ৷
আরও পড়ুন - #Viral: দড়ির ওপর লাফালাফি করছে শিশুরা, না ওটা তো সাপ! দেখুন ভিডিও
এদিকে হাসিনা- মমতা ছাড়াও ক্রীড়াজগতের কৃতীদের সংবর্ধনাজ্ঞাপন হবে ইডেনের পিঙ্ক বল টেস্টে ৷ অনুষ্ঠানে থাকবেন সচিন তেন্ডুলকর
থাকবেন কপিলদেব, মেরি কম, সনিয়া মির্জা, পিভি সিন্ধু, অভিনব বিন্দ্রা ৷
আরও দেখুন