#নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া৷ আফগানিস্তানের ওপেনার নজিবুল্লাহ তারকাই (Najeebullah Tarakai) মঙ্গলবার মারা গেলেন৷ দিন কয়েক আগেই একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন তিনি৷ সেই লড়াই আর শেষ করে জেতা হল না আফগান ওপেনারের৷ নজিবুল্লাহ পূর্ব নগরহারে রাস্তা পারপার করছিলেন সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে৷ আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে এই দুসংবাদ দিয়েছে৷
মাত্র ২৯ বছরের নজিবুল্লাহ আইসিইউতেই ছিলেন৷ তাঁর পরিস্থিতি গম্ভীর ছিল৷ তিনি কোমায় ছিলেন৷ মাথায় গভীর চোট ছিল ৷ তারকাইকে জলালাবাদ শহেরর একটি গাড়ি ধাক্কা মেরেছিল৷ আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ক্রিকেটারের আকস্মিক মৃত্যুর খবর দিয়েছে৷
ACB and Afghanistan Cricket Loving Nation mourns the heart breaking & grievous loss of its aggressive opening batsman & a very fine human being Najeeb Tarakai (29) who lost his life to tragic traffic accident leaving us all shocked! May Allah Shower His Mercy on him pic.twitter.com/Ne1EWtymnO
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 6, 2020
তারকাই ২০১৪ সালের মার্চ মাসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন৷ কিনি ১২ টি টিয়োন্টি ও ২০ টি ওয়ানডে খেলেছিলেন৷ টি টোয়েন্টি চারটি অর্ধ শতকের সঙ্গে ২৫৮ রান করেছিলেন৷ তিনি ২৪ টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছিলেন৷ তিনি ৪৭.২০ গড়ে ২০৩০ রান করেছিলেন৷ এতে ৬ টি শতরান ও ১০ টি অর্ধশতরান রয়েছে৷
আরও পড়ুন -খতরনাক তথ্য! মানুষের ত্বকেও অনেক ঘণ্টা জীবিত থাকে Coronavirus১৭ টি লিস্ট এ ম্যাচে তারকাই ৩২.৫২ গড়ে ৫৫৩ রান করেছিলেন৷ এতে একটি শতরান ও তিনটি অর্ধ শতরান রয়েছে৷ ৩৩ টি টি টোয়েন্টি ম্যাচে ১২৭.৫০ স্ট্রাইক রেটে ৭০০ রান করেছিলেন৷ তিনি শাপাগিজা ক্রিকেট লিগে মিস আইকন নাইটসের প্রতিনিধিত্ব করতেন ৷
প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগে আফগানিস্তানে একটি গাড়ি বিস্ফোরণে আইসিসি আম্পায়র বিসমিল্লাহ জন শিনবারি -র মৃত্যু হয়েছিল৷ আফগানিস্তানের নাঁঙ্গরহার প্রান্ত সড়কের এক জায়গায় শনিবার বিস্ফোরণ হয়েছিল৷ জানা যাচ্ছে এই বিস্ফোরণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছিল৷ পাশাপাশি ৩০ জন মারাত্মকভাবে আহত হয়েছিলেন৷ এই ভয়ানক বিস্ফোরণেই মৃত্যু হয়েছিল বিসমিল্লাহ জন শিনবারির৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afganistan, Cricket, Cricketer, Death