#কলকাতা: মেলবোর্ন টেস্টে অজিঙ্ক রাহানে -র অধিনায়কত্বে ভারতীয় দল (Indian Cricket Team) অস্ট্রেলিয়ায় (Australia) আট উইকেটে হারিয়ে ঐতিহাসিক জিত হাসিল করেছে৷ এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালি অধ্যায় হিসেবে জায়গা করে নিয়েছে৷ প্রথম টেস্টে খারাপ ভাবে হারার পর যেভাবে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ঝাঁপিয়েছে একটা গোটা দল হিসেবে তা নিয়ে সকলেই দারুণ খুশি৷ সিরিজে সমতা ফেরানোয় অস্ট্রেলিয়ার মাটিতে বড় কিছু করার জন্য আশা দেখাচ্ছে৷ এই জয়ের পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছে গোটা দল৷ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতীয় দল ও অধিনায়ক অজিঙ্ক রাহানের ভূয়সী প্রশংসা করেছেন৷
সৌরভ গঙ্গোপাধ্যায় গভীর রাতে ট্যুইট করেন , ‘A special win at MCG ..india loves playing here ..well done Ajinkya rahane @ajinkyarahane88..good people finish first too.. congratulations to all..@imjadeja @ashwinravi99 .best of luck for the next 2 games @bcci’ অর্থাৎ এমসিজিতে বিশেষ জয় , এখানে খেলতে ভারত খুব ভালোবাসে, ওয়েল ডান অজিঙ্ক রাহানে, ভালো মানুষরা তাড়াতাড়ি শেষ করে৷ অভিনন্দন সকলকে, জাদেজা ও অশ্বিনকে৷ পরের দুটি খেলার জন্য শুভেচ্ছা৷ ’
A special win at MCG ..india loves playing here ..well done Ajinkya rahane @ajinkyarahane88 ..good people finish first too.. congratulations to all..@imjadeja @ashwinravi99 .best of luck for the next 2 games @bcci
— Sourav Ganguly (@SGanguly99) December 29, 2020
মেলবোর্ন টেস্টে জয় ভারতীয় দলের সার্বিক পারফরম্যান্সের ফল৷ অধিনায়ক অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা , রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, শুভমান গিল দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন৷ এদেঁর মিলিত পারফরম্যান্সেই ভারত বর্ডার -গাভাসকর ট্রফিতে সমতা ফেরাতে পেরেছেন৷
ভারতীয় দল বুমরাহ , অশ্বিন ও সিরাজের ঘাতক বোলিং -র সৌজন্যে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৯৫ রানে গুটিয়ে যায়৷ এরপর অজিঙ্ক রাহানে ১১২ রানের দুরন্ত ও দায়িত্বশীল ইনিংস খেলেন৷ তিনি ছাড়া জাদেজা ৫৭ রান ও শুভমান গিল ৪৫ রান করেন ৷ এরফলে প্রথম ইনিংসে ভারত ৩২৬ রান করে৷
দ্বিতীয় ইনিংসে একবার ফের ভারতীয় বোলার দুরন্ত পারফরম্যান্স করেন৷ অস্ট্রেলিয়া ২০০ রানে গুটিয়ে যায়৷ ভারতের জয়ের জন্য ৭০ রান দরকার ছিল৷ সেটা ভারতীয় দল দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়৷ দ্বিতীয় ইনিংসে গিল ৩৫ ও রাহানে ২৭ রান করেন৷ এই ম্যাচে বুমরাহ ৬, অশ্বিন , সিরাজ পাঁচটি করে উইকেট নেন৷ জাদেজা বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, India vs Australia, Sourav Ganguly