#করাচি: পাকিস্তান ক্রিকেটার হায়দার আলি, শাহদাব খান ও হ্যারিস রউফ এই তিন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে এই খবর জানানো হয়েছে ৷ জানা গিয়েছে, টেস্টের আগে পর্যন্ত করোনার কোনও উপসর্গ ছিল না এই তিন ক্রিকেটারের শরীরে। রবিবার রাওয়ালপিণ্ডিতে এঁদের করোনা টেস্ট হয়। ইংল্যান্ড সফরের আগে সকলেরই কোভিড ১৯ পরীক্ষা করা হয় আর সেখানেই এক ধাক্কায় তিন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে ৷
তিন ক্রিকেটার পজিটিভ হওয়ার পরেই পিসিবি এঁদের সকলকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দিয়েছে ৷ ইমাদ ওয়াসিম ও উসমান সিনওয়ারির স্ক্রিনিং হলেও তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে ৷ তাঁরা জুনের ২৪ তারিখ লাহোর যাবেন, তারপর সেখান থেকে ম্যানচেস্টার যাবেন জুনের ২৮ তারিখে ৷
এ দিকে এর আগে শাহিদ আফ্রিদি নিজে জানিয়েছিলেন তিনি কোভিড ১৯ আক্রান্ত৷ ফের পাক ক্রিকেটে করোনার থাবা। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়েছে, জাতীয় দলের তিন ক্রিকেটার করোনা পজিটিভ। হায়দার আলি, হ্যারিস রাউফ এবং শাদাব খান করোনা আক্রান্ত হয়েছে বলে পিসিবি সূত্রে খবর। এঁদের চেস্ট রিপোর্ট পজিটিভ আসায় আসন্ন ইংল্যান্ড সফরের জন্য তাঁরা অনিশ্চিত হয়ে গেলেন বলে মনে করা হচ্ছে। সোমবার রিপোর্ট আসতেই দেখা যায়, তিন ক্রিকেটারই করোনা পজিটিভ। এর ফলে অগস্টে ইংল্যান্ড সফরে এই তিনজনের যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনজনই ওয়ানডে এবং টি-টোয়েন্টি টিমে দলে রয়েছেন।
জুন মাসের শুরুতেই করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় শাহিদ আফ্রিদির। পাকিস্তান ক্রিকেট দলের এই প্রাক্তন তারকা ট্যুইটারে জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corna Virus, Coronavirus, Pakistan