হোম /খবর /খেলা /
করোনা পজিটিভ একজন ক্রিকেটার ! দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড প্রথম ওয়ান ডে স্থগিত

করোনা পজিটিভ একজন ক্রিকেটার ! দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড প্রথম ওয়ান ডে স্থগিত

File Photo

File Photo

ভারতীয় সময় এদিন বিকেল সাড়ে চারটের থেকে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা শেষপর্যন্ত সম্ভব হয়নি ৷

  • Last Updated :
  • Share this:

#জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগেই বিপত্তি ৷  টসের মাত্র ৫০ মিনিট আগে স্থগিত হয়ে গেল ম্যাচ ৷ কারণ হল করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে কোভিড প্রোটোকল বা জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা দলের এক ক্রিকেটারের সোয়াব টেস্টের রিপোর্টে কোভিড পজিটিভও ধরা পড়েছে বলে জানা গিয়েছে ৷ তাই সঙ্গে সঙ্গেই শুক্রবার ম্যাচ স্থগিত করে দেওয়া হয়  ৷ ভারতীয় সময় এদিন বিকেল সাড়ে চারটের থেকে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা শেষপর্যন্ত সম্ভব হয়নি ৷

টি২০ সিরিজে খারাপ পারফরম্যান্সের পর ওয়ান ডে সিরিজে ভাল ফল করতে মুখিয়ে রয়েছে প্রোটিয়া শিবির ৷ কিন্তু শুরুতেই বাধা ৷ করোনার জেরে পিছিয়ে গেল সিরিজের প্রথম ওয়ান ডে ৷ যদিও কোন ক্রিকেটার কোভিড পজিটিভ, তা জানানো হয়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পক্ষ থেকে ৷

ম্যাচ এদিনের মতো স্থগিত হয়ে যাওয়ায় সিরিজের নতুন সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ৷ ৬ ডিসেম্বর পার্লে হবে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের প্রথম ম্যাচ। ৭ এবং ৯ ডিসেম্বর কেপটাউনে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Coronavirus, South Africa