#কলকাতা: ডাউনআন্ডারে টুর্নামেন্টে অপরাজিত হরমনপ্রীতের টিম ইন্ডিয়া। প্রথম ভারত অধিনায়ক হিসেবে ভারতকে ফাইনালে তুলেছেন তিনি । আর একটা ম্যাচ জিতলেই সব পরিশ্রম সার্থক। তুখোড় ফর্মে রয়েছেন শেফালি ভার্মা, রিচা ঘোষরা। তবে ফর্মে নেই ওপেনার স্মৃতি মন্ধানা। তাই ম্যাচের আগের দিন বাঁ হাতি ওপেনারকে নিয়ে আলাদা করে পড়লেন কোচ রমন। বৃষ্টির জন্য পর্যাপ্ত প্র্যাকটিস মেলেনি। তবে সেটা নিয়ে ভাবছেন না মহিলা দলের নম্বর সেভেন। ভারতের মহিলা ক্রিকেট দলকে এদিন ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ খেলা শুরুর আগে এদিন হরমনপ্রীতদের ট্যুইটারে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন, ‘ফাইনালে জয়ী হও তোমরা...৷ ’
Best wishes to #TeamIndia for the #T20WorldCup Final match today. I have been regularly following every match you played, from the very beginning of the tournament. Make our country proud @BCCIWomen
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2020
টুর্নামেন্টে একমাত্র হারটা ভারতের বিরুদ্ধেই এসেছে। তাছাড়া গোটা টুর্নামেন্টটা কেটেছে নির্বিঘ্নেই। রেকর্ড ভাঙা এমসিজিতে জিতে ট্রফি ঘরেই রাখতে চান অজি অধিনায়ক মেগ ল্যানিং। তবে গুরুত্ব দিচ্ছেন দুই ভারতীয় স্পিনারকে। প্রথমবার ফাইনালে উঠে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন ধোনি। এবার হরমনপ্রীতকে নিয়েও স্বপ্ন দেখছেন সবাই। কারণ দু@জনের জার্সি নম্বরই যে সাত। মোট ১৬০টি দেশে সরাসরি দেখানো হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। সরাসরি সম্প্রচার ছাড়াও দেখানো হচ্ছে হাইলাইটস। উদ্বোধনী ম্যাচে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই সব ধরনের প্ল্যাটফর্ম মিলিয়ে দেখেছেন প্রায় ৪ লক্ষ ৪৮ হাজার দর্শক। অস্ট্রেলিয়াতে মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি দর্শকের তালিকায় এটা দ্বিতীয়। ভারতে এই ম্যাচ দেখেছিলেন দু’কোটি দর্শক। ভারতে সামগ্রিক ভাবে বিশ্বকাপের ম্যাচের দর্শক সংখ্যা অনেক বেড়েছে।