#কলকাতা: শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরল ব্লাস্টার্স চ্যালেঞ্জ ছিল ইস্টবেঙ্গলর সামনে। শেষ চারটি ম্যাচে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছিল লাল হলুদ ব্রিগেডকে। তাই এদিন কিছু পরিবর্তন হয় কিনা সেটাই দেখার ছিল। উল্লেখযোগ্য ব্যাপার আজ প্রথম থেকেই ইস্টবেঙ্গল দলের ছিলেন নতুন ব্রিটিশ স্ট্রাইকার জ্যাক জার্ভিস। তিনি কেমন পারফর্ম করেন সেটাই ছিল দেখার।
সত্যি কথাই বলতে প্রথম ম্যাচ নজর টানতে ব্যর্থ তিনি। তিন থেকে চার বার সুযোগ পেয়েছিলেন বটে, কিন্তু সঠিক জায়গায় পৌঁছতে পারলেন না ব্রিটিশ স্ট্রাইকার। তাকে দেখে সম্পূর্ণ ফিট বলেও মনে হয়নি। এদিন ম্যাচের ১৫ মিনিটে অঙ্কিত মুখার্জিকে তুলে নিলেন কোচ স্টিফেন। লাল হলুদ জার্সি ছুঁড়ে ফেলে দিলেন বাঙালি ফুটবলারটি।
তার বদলি হিসেবে নেমে বরং ভাল ফুটবল খেললেন রকিপ। এমনিতে শেষ ছয়ের মধ্যে থাকতে গেলে ইস্টবেঙ্গলকে হাতে থাকা সব ম্যাচ এখন জিততে হত। তারপরেও অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হত। বরং ব্রাজিলীয় ক্লেটন সিলভা দুর্দান্ত ফুটবল খেলেও সঙ্গীর অভাবে ফিনিশ করতে পারলেন না। সুহের নিজের পুরন ফর্মে নেই।
WHAT A MATCH! 🔥 We edge #EBFCKBFC courtesy Cleiton Silva’s 10th goal of the season! 🔴🟡#JoyEastBengal #HeroISL #EBFCKBFC #আমাগোমশাল #EastBengalFC #IndianFootball #LetsFootball pic.twitter.com/nOkgSlufpV
— East Bengal FC (@eastbengal_fc) February 3, 2023
তিনি একটি গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়। কিরিয়াকু আগে আক্রমণে সাহায্য করতেন। কিন্তু এখন সেটা পারেন না। ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিত দেখার মত কিছু সেভ করেন। ৭৫ মিনিটে জার্ভিসকে তুলে নিলেন স্টিফেন। নামলেন সুমিত পাসি। এলেন অস্ট্রেলিয়ার জর্ডান।
এক মিনিটের মধ্যে গোল পেল ইস্টবেঙ্গল। সুমিতের একটা ফ্লিক ধরে বাঁদিক থেকে মহেশের একটা দুর্দান্ত দৌড় নড়িয়ে দিল কেরল ডিফেন্সকে। নিশু কুমারকে গতিতে হারিয়ে তিনি মাইনাস করলেন। সিলভা দানিশ ফারুক বল ক্লিয়ার করার আগে ফিনিশ করলেন। আজ ছিল ব্রাজিলিয়ান তারকার জন্মদিন। নিজের দশ নম্বর গোলটা পেয়ে গেলেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal, Indian Super League