#কলকাতা: এই ইস্টবেঙ্গল দলটার একমাত্র আশার আলো বলতে তিনি। আইএসএলে ইস্টবেঙ্গলের অবস্থা যতই খারাপ হোক, ক্লেটন সিলভা দশটা গোল করে ফেলেছেন। এটাই বা কম কিসের? অবশেষে জয়ে ফেরা। স্বাভাবিকভাবেই কোচ স্টিফেন কনস্টানটাইনের চোখেমুখে স্বস্তির ঝলক। আর তাই প্রথমবার তাঁকে ফুটবলারদের কোয়ালিটি নিয়ে অভিযোগ করতে শোনা গেল না, বরং ভরিয়ে দিলেন প্রশংসায়।
তিনি বলেন, ইস্টবেঙ্গলের কী পরিস্থিতি ছিল, তা সবারই জানা। আমাদের নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে ছেলেরা প্রতিনিয়ত কঠিন পরিশ্রম করেছে। তার ফলও মিলল হাতেনাতে। কেরলের বিরুদ্ধে গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় পেয়েছি। এরকম লড়াকু মানসিকতাই তো ফুটবলারদের থেকে চেয়েছিলাম। মরশুমের শুরু থেকে প্রায় একার কাঁধে ইস্টবেঙ্গল আপফ্রন্টকে টানছেন ক্লেটন সিলভা।
তাঁর পারফরম্যান্স অবশ্যই প্রশংসার যোগ্য। কেরলের বিরুদ্ধে গোল করে দলকে জিতিয়ে ৩৬তম জন্মদিন স্মরণীয় করে রাখলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ফেরালেন লাল-হলুদ জনতার মুখে হাসি। এই সাফল্যের জন্য ইস্টবেঙ্গলের নতুন রিক্রুট জ্যাক জার্ভিসকে কৃতিত্ব দিলেন ক্লেটন। তাঁর কথায়, জ্যাক যোগ দেওয়ায় আক্রমণে ধার বেড়েছে। ও লম্বা, শক্তিশালী।
Captain Cleiton spoke 🗣 about his partnership with Jake Jervis after our maiden win over Kerala Blasters FC yesterday. #JoyEastBengal #EBFCKBFC #HeroISL #আমাগোমশাল #EastBengalFC #IndianFootball #LetsFootball pic.twitter.com/0Y4LA1djoR
— East Bengal FC (@eastbengal_fc) February 4, 2023
বুদ্ধিমানও বটে। ও ডিফেন্ডারদের বিব্রত করায় আমি ফাঁকা জায়গা পেয়েছি। এদিকে, শুক্রবার শুরুতে তুলে নেওয়ায় কোচের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন অঙ্কিত মুখ্যার্জি। ডাগ-আউটে জার্সি ছুড়ে ফেলেন তিনি। কার প্রশ্রয়ে তাঁর এমন আচরণ? অল্প কয়েকদিন খেলেই এতটা ঔদ্ধত্য দেখানোর সাহস তিনি কীভাবে পেলেন? প্রশ্ন উঠছে সমর্থকমহলে।
এই প্রসঙ্গে স্টিফেনের মন্তব্য, এই নিয়ে দ্বিতীয়বার ও এমন আচরণ করল। ক্লাব নিশ্চয়ই অঙ্কিতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মনে হয় না, ইস্টবেঙ্গলে ওর ভবিষ্যৎ রয়েছে।যদিও নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন অঙ্কিত। তবে অনেক প্রাক্তন বাঙালি ফুটবলার জ্যাকের প্রথম ম্যাচের পারফরমেন্স দেখে খুশি হতে পারেননি। সম্পূর্ণ ফিট মনে হয়নি ব্রিটিশ স্ট্রাইকারকে। কিন্তু সিলভা বলছেন যত সময় যাবে জ্যাক মানিয়ে নেবে দলের সঙ্গে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।