#জোহানেসবার্গ: ভারতীয় টেস্ট তারকা চেতেশ্বর পূজারা মনে করছেন দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় করতে সাহায্য করবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সাফল্য। বিদেশের মাটিতে দুটি গুরুত্বপূর্ন সিরিজ জেতার পর ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্টের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী ভারত। বায়ো বাবল আরো শিথিল হয়ে যাওয়ায় ক্রিকেটারদের মানসিক স্থিতিও ঠিক থাকছে বললেন তিনি।
করোনা পরিস্থিতির জন্য ভারতীয় দলের ক্রিকেটাররা বায়ো বাবল বলে একটি ব্যবস্থার মধ্যে রয়েছে, যেখানে নির্দিষ্ট ব্যক্তিদের বাদ দিয়ে বাইরের মানুষের সাথে মেলামেশা বন্ধ। কিন্তু সম্প্রতি এই বায়ো বাবল শিথিল করা হয়েছে। সেজন্য সবাই এখন বাইরের প্রকৃতির সঙ্গে মেলামেশা করতে পারছে। সেটা মানসিক স্থিতি বজায় রাখতে ভীষন সাহায্য করে বললেন চেতেশ্বর পুজারা।
যেমন কোচ রাহুল দ্রাবিড় অনেক ক্রিকেটারদের নিয়ে বারবিকিউ পার্টি করেছেন রাতে। বেশিরভাগ ক্রিকেটার এবং দলের বাকি কর্মকর্তারা দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা পেয়েছে, তাই এই পরিবেশটা অচেনা হবে না কারোর কাছে। এই অভিজ্ঞ প্লেয়াররা জানে এই পরিবেশে কি আশা করা যায়। এছাড়াও পূজারা জানালেন প্রস্তুতির দিক থেকে সবাই তৈরি।
২০১৭-১৮ তে ভারত শেষবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল যেখানে ২-১ এ পরাজিত হয়েছিল তারা। কিন্তু তারপর থেকে ভারত পর পর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারায়। পূজারা বললেন, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে ভাল ফল করার পর দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে… বিদেশের মাটিতে সবরকম পরিবেশে আমরাও জিততে পারি।
ভারতের যেই রকম ব্যাটিং এবং বোলিং শক্তি আছে তাতে পূজারা দক্ষিণ আফ্রিকায় জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী। অভিজ্ঞতার সঙ্গে অনেক কিছু শেখা যায় এবং তখন নিজের প্রস্তুতির ওপর ভরসা করা যায়, বললেন তিনি। দক্ষিণ আফ্রিকায় শেষ বার গিয়ে সেখানকার পিচ, পরিবেশ এবং আবহাওয়া সম্পর্কে আরো স্পষ্ট ধারণা হয়েছে তার এখন।
শেষবার ভারতের বিরুদ্ধে সাউথ আফ্রিকা যখন ঘরের মাটিতে টেস্ট খেলেছিল, সেই দলের অনেকেই নেই এখন। নেই কিংবদন্তি এ বি ডিভিলিয়ার্স, ডেল স্টেইন। দলে নেই আর হাসিম আমলা, মর্নে মরকেল এবং ফিল্যান্ডার। কিন্তু তার মানে দক্ষিণ আফ্রিকাকে হালকা করে দেখার জায়গা নেই বলছেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান। দীর্ঘদিন বড় রান করতে পারেন না তিনি নিজে। তাই এই টেস্ট সিরিজ চেতেশ্বর পূজারার কাছে বিরাট পরীক্ষা হতে চলেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cheteshwar Pujara, IND vs SA