• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • চেন্নাই টেস্টেই সম্ভবত ইংল্যান্ডের হয়ে শেষবার অধিনায়কত্ব করবেন অ্যালিস্টার কুক

চেন্নাই টেস্টেই সম্ভবত ইংল্যান্ডের হয়ে শেষবার অধিনায়কত্ব করবেন অ্যালিস্টার কুক

চেন্নাই টেস্টেই সম্ভবত ইংল্যান্ডের হয়ে শেষবার অধিনায়কত্ব করবেন অ্যালিস্টার কুক।

চেন্নাই টেস্টেই সম্ভবত ইংল্যান্ডের হয়ে শেষবার অধিনায়কত্ব করবেন অ্যালিস্টার কুক।

চেন্নাই টেস্টেই সম্ভবত ইংল্যান্ডের হয়ে শেষবার অধিনায়কত্ব করবেন অ্যালিস্টার কুক।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #চেন্নাই: চেন্নাই টেস্টেই সম্ভবত ইংল্যান্ডের হয়ে শেষবার অধিনায়কত্ব করবেন অ্যালিস্টার কুক। ভারতের কাছে সিরিজ হারের পর ব্রিটিশ মিডিয়ার খবরে জল্পনা তুঙ্গে। ভরদার জের কাটিয়ে পঞ্চম টেস্টের জন্য তৈরি হচ্ছে চেন্নাই।

   মুম্বই টেস্টের পরেই ঝুলি থেকে বেরিয়ে এসেছিল বেড়াল। ম্যাচ শেষের পর ইঙ্গিত দিয়েছিলেন নেতা হিসেবে তৈরি আছেন জো রুট। তাঁর এই ইঙ্গিত এত দ্রুত লুফে নেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, তা হয়ত আন্দাজ করতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। ব্রিটিশ মিডিয়ার খবর, মাইক ব্রিয়ালি পরবর্তী ইংল্যান্ডের সবচেয়ে প্রিয় অধিনায়ককে ফেয়ার ওয়েল দেওয়ার নীল-নকশা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ইসিবি। তাই মনে করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে চেন্নাই হতে চলেছে বত্রিশ বছরের কুকের শেষ ক্যাপ্টেনসি ম্যাচ।

  বাংলাদেশের কাছে চট্টগ্রামে টেস্টে হার। ভারতের কাছে পর্যদুস্ত হওয়া, এই সব কিছু থাকছে কুকের ব্যর্থতার সিভিতে। তাই নিয়মরক্ষার চেন্নাই টেস্টও হতে চলেছে একটু জমজমাট। উলটোদিকে, টানা আঠেরোটি টেস্ট জিতে নতুন রেকর্ডের দিকে বিরাটের ভারত।

  টিম বিরাটই প্রথম ভারতীয় টেস্ট দল যাঁরা এতগুলি ম্যাচে অপরাজিত। এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে পরিবর্তন নয়, হয়তো ইংল্যান্ড বধে আগ্রাসণ মন্ত্রেই মাঠে নামছে ভারত। তাই মণীশ পাণ্ডের টেস্ট অভিষেক নিয়ে থেকে যাচ্ছে ধোঁয়াশা।

  First published: