চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুতেই ভারত-পাক

টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচীও প্রকাস করল আইসিসি ৷ ইংল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আবারও একই গ্রুপে রাখা হয়েছে ভারত-পাকিস্তান দু’দলকে

  • Last Updated :
  • Share this:

    #দুবাই:  টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচীও প্রকাস করল আইসিসি ৷  ইংল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আবারও একই গ্রুপে রাখা হয়েছে ভারত-পাকিস্তান দু’দলকে ৷ এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চলেছে ইংল্যান্ড ৷

    টুর্নামেন্ট শুরু হবে ১ জুন ৷ চলবে ১৮ জুন পর্যন্ত ৷ ফাইনালের জন্য একটা দিন রিজার্ভ ডে রাখা হয়েছে ৷  ভারত, পাকিস্তানের সঙ্গে গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ৷ অন্যদিকে গ্রপ-‘এ’-তে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পাশাপাশি থাকছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশ ৷

    আয়োজক দেশ ইংল্যান্ড প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ৷  চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ৷ ৪ জুন শোয়েবদের মুখোমুখি হবেন বিরাটরা ৷ খেলা হবে এজবাস্টনে ৷ ওভাল, এজবাস্টন আর ওয়েলসের কার্ডিফ- এই তিন কেন্দ্রে এবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট ৷

    ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে আট দল আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা আটে ছিল তারাই এই টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পেয়েছে। দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালে।  মোট ১৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৷

    First published:

    Tags: Champions Trophy, Cricket, ICC, ICC Tournament, India, Pakistan, Sports