#লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-পাকিস্তান ৷ বিনোদনের জন্য এর থেকে ভাল আর কী বা হতে পারে ৷ হাইভোল্টেজ ফাইনাল ম্যাচের জন্য আম্পায়ারদের নামও ঘোষণা করে ফেলল আইসিসি ৷ যে দু’জন আম্পায়ারকে এই ম্যাচের জন্য বাছাই করা হয়েছে, তাঁরা হলেন মারায়াস এরাসমাস এবং রিচার্ড কেটেলবরো ৷
আম্পায়ার হিসেবে দু’জনেরই অভিজ্ঞতা অনেক ৷ এরাসমাস পাকিস্তান-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচেরও আম্পায়ার ছিলেন ৷ এবার ফাইনালের দায়িত্বও পেলেন ৷ রবিবার নিজের ৭১তম ওয়ান ডে ম্যাচে আম্পায়ারিং করতে নামবেন এরাসমাস ৷ তাঁর সহ-আম্পায়ার কেটেলবরো-র এটা আবার ৭২তম ম্যাচ ৷ তিনি ভারত-বাংলাদেশ দ্বিতীয় সেমিফাইনালের দায়িত্বে ছিলেন ৷ ভারত-পাকিস্তান ম্যাচের মতো যে ম্যাচে উত্তেজনা সবসময়েই বেশি থাকে ৷ সেই ম্যাচের জন্য দুই অভিজ্ঞ আম্পায়ারকেই বেছে নিয়েছে আইসিসি ৷ অন্যদিকে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় রবিবার থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার ৷লন্ডনের ওভাল ধীরে ধীরে তৈরি হচ্ছে সেরা একটা ম্যাচ দর্শকদের উপহার দেওয়ার জন্য ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Champions Trophy 2017 Final, ICC Champions Trophy 2017, India vs Pakistan champions trophy, India vs Pakistan Final, Marais Erasmus, Richard Kettleborough, Umpires in Final