#লন্ডন : ভারত-পাকিস্তান ম্যাচ হলে এদেশের একজন মানুষ বেশ কিছুটা সমস্যায় পড়েন একটা বিষয়ে ৷ সেটা হল তিনি কোন দলকে সমর্থন করবেন ? স্বামী পাকিস্তানের জাতীয় দলের অন্যতম সিনিয়র সদস্য ৷ অন্যদিকে তিনি নিজে ভারতীয় ৷ হ্যাঁ, ঠিক ধরেছেন, এখানে কথা হচ্ছে ভারতের টেনিস গ্ল্যামার গার্ল সানিয়া মির্জার ৷ আজ ভারত-পাক মহা ফাইনালে তিনি কাকে সমর্থন করছেন ?
যতোই তাঁর স্বামী খেলুক না কেন , সমর্থন তিনি ভারতকেই করছেন আজকের ফাইনালের ম্যাচে ৷ তিনি এই বিষয়টা অবশ্য আগেই জানিয়েছিলেন যে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করলেও সবার আগে তিনি একজন ভারতীয় ৷ তাই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভারতকেই সমর্থন করে যাবেন ৷
সম্প্রতি সানিয়াকে তির্যক মন্তব্য শুনতে হয়েছে খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। সৌরভ স্পষ্ট বলেছিলেন, সানিয়া একজন পাকিস্তানি সমর্থক। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে স্বামী শোয়েবের খেলা দেখতে সানিয়া হাজির ছিলেন কার্ডিফে। সেই ম্যাচে পাকিস্তানের হয়েই গলা ফাটাতে দেখা গিয়েছিল তাঁকে।
২৫০তম ম্যাচ খেলার জন্য স্বামী শোয়েবকে অভিনন্দন জানিয়েছেন সানিয়া ৷ ক্রিকেটের প্রতি শোয়েবের দায়বদ্ধতা দেখে মুগ্ধ ভারতীয় টেনিসের গ্ল্যামার ক্যুইন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Champions Trophy 2017, India vs Pakistan champions trophy, Sania Mirza, Shoaib Malik