corona virus btn
corona virus btn
Loading

জন্মদিনে মেয়ে জিভার সঙ্গে কেক কেটে জমিয়ে নাচলেন ধোনি

জন্মদিনে মেয়ে জিভার সঙ্গে কেক কেটে জমিয়ে নাচলেন ধোনি

বাবা ও মেয়ের নাচের যুগলবন্দি

  • Share this:

#লন্ডন: স্ত্রী-মেয়ের সঙ্গে নিজের ৩৮তম জন্মদিনে আনন্দ করলেন ভারতীয় ক্রিকেটের বেতাজ বাদশাহ মহেন্দ্র সিং ধোনি ৷ তাঁর নামটাই ক্রিকেট মাঠে যথেষ্ট ৷ তাঁর উপস্থিতি আজও প্রতিটি খেলোয়াড়ের কাছে অনুপ্রেরণা যোগায় ৷ তিনি মহেন্দ্র সিং ধোনি ৷

   তাঁর জন্মদিনে হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ জমিয়ে নেচেছেন যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বর্তমানে বিশ্বকাপ ক্রিকেট খেলতে ইংল্যান্ডে দলের সঙ্গে রয়েছেন ধোনি ৷ তার উপর গতকালই শ্রীলঙ্কাকে গ্রুপ লিগের শেষ ম্যাচে হারিয়ে লিগ তালিকার শীর্ষে থেকে নক আউট শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল ৷

আর আজ ধোনির জন্মদিন ৷ মেয়ে জিভার সঙ্গে কাটলেন কেক, ছড়িয়ে পড়ল খুশি চারিদিকে ৷ হাততালিতে মুখর ছোট্ট ঘর ৷ সুস্থ থাকুন, ভাল থাকুন, সবার প্রিয় মহেন্দ্র সিং ধোনি ৷ রইল আমাদের শুভেচ্ছাও ৷

First published: July 7, 2019, 12:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर