CWC 2019: আফগানদের বিরুদ্ধে জয়ের খোঁজে দক্ষিণ আফ্রিকা, ফের ভিলেন হতে পারে বৃষ্টি

CWC 2019: আফগানদের বিরুদ্ধে জয়ের খোঁজে দক্ষিণ আফ্রিকা, ফের ভিলেন হতে পারে বৃষ্টি

Photo Source: Twitter

  • Share this:

    #কার্ডিফ: বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে দক্ষিণ আফ্রিকা। মেঘলা কার্ডিফে সামনে আফগানিস্তান। পয়েন্ট তালিকা এখন ৯ নম্বরে ডু প্লেসিরা। হারের হ্যাটট্রিক। তারপর ম্যাচ বাতিলে সংগ্রহ মোটে এক পয়েন্ট।

    শেষ চারের আশা জিইয়ে রাখতে জিততেই হবে প্রোটিয়াদের। হারলেও শ্রীলঙ্কাকে যথেষ্ট বেকায়দায় ফেলেছিলেন আফগানরা। তাই কার্ডিফে নামার আগে সতর্ক দক্ষিণ আফ্রিকা। শেহজাদ পর্ব ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া রশিদ-নবিরাও। বদলের সম্ভাবনা খুবই কম দুই শিবিরেই। তবে কার্ডিফে ভিলেন হতে পারে বৃষ্টি। ম্যাচের শুরুতে ও মাঝখানে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

    First published:

    লেটেস্ট খবর