#মুম্বই: করোনা ভাইরাস মহামারির জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)বাতিল হলে বিরাট অঙ্কের ক্ষতি হবে বিসিসিআই-এর৷ বিশ্বের সবচেয়ে ধনী টি২০ ক্রিকেট টুর্নামেন্ট IPL বাতিল হলে ভারতীয় ক্রিকেটের যা আর্থিক ক্ষতি হবে, তা এক কথায় বিস্ফোরক৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের এখনও পর্যন্ত হিসেব বলছে, ১০০ কোটি ডলারের অর্ধেকেরও বেশি টাকার ক্ষতি হতে পারে৷ ভারতীয় ক্রিকেটের এই বিপুল ক্ষতির প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও৷
২০০৮ সালের IPL শুরু হয়েছে৷ গত ১২ বছরে এই প্রথম এই টুর্নামেন্ট বাতিল হওয়ার আলোচনা হচ্ছে৷ তবে বিসিসিআই এখনও আশাবাদী৷ সব কিছু ঠিক থাকলে গত ২৯ মার্চ IPL শুরু হওয়ার কথা ছিল৷ এই টুর্নামেন্ট বাতিল মানে বিপুল অঙ্কের ক্ষতি৷
বিসিসিআই-এর ট্রেজারার অরুণ ধুমলের কথায়, 'আইপিএল বাতিল মানে বিরাট অঙ্কের ক্ষতির প্রমাদ গুনছে বিসিসিআই৷ মোটামুটি ৪ হাজার কোটি টাকা বা তার বেশি অঙ্কের ক্ষতি হবে৷ আমরা এখনও জানি না আইপিএল এ বছর হবে কিনা৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, IPL 2020