corona virus btn
corona virus btn
Loading

ছাঁটাইয়ের পথে বাহুতুলে, বাংলার নতুন কোচের পদে কাদের নাম উঠে আসছে ?

ছাঁটাইয়ের পথে বাহুতুলে, বাংলার নতুন কোচের পদে কাদের নাম উঠে আসছে ?
File Photo

কঠিন সিদ্ধান্ত চূড়ান্ত। অলিখিত ব্যাক্লবোর্ডে ঝুলছে বাহুতুলে হাটাও বাংলা বাঁচাও। গল্প হলেও সত্যি।

  • Share this:

#কলকাতা: আইপিএল শেষ। এবার নজরে ঘরোয়া ক্রিকেট। রঞ্জি জয়ের লক্ষ্যে বিগ টার্গেট সিএবির। কঠিন সিদ্ধান্ত চূড়ান্ত। অলিখিত ব্যাক্লবোর্ডে ঝুলছে ‘বাহুতুলে হাটাও বাংলা বাঁচাও’। গল্প হলেও সত্যি।

গল্প নয় একদম সত্যি। খবরিলালের সোর্স বলছে, বাংলা ক্রিকেটে দলে রদবদল। ছাঁটাইয়ের পথে বাহুতুলে। মুম্বইকরের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করতে চাইছেন সৌরভ-অভিষেকরা। আইপিএলে ইডেনে রাজস্থান ম্যাচের সময় বাহুতুলেকে ইঙ্গিত দেওয়া হয়। চুক্তিতে আরও একবছর থাকলেও নতুন কোচ খুঁজছেন কর্তারা। দু’বছরের পারফরম্যান্সে খুব একটা খুশি নয় সিএবি। দলে উল্টে কিছু সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছে।

বাহুতুলের বদলে উঠে আসছে ৩-৪টি নাম। বিদর্ভের রঞ্জি জয়ী কোচ চন্দ্রকান্ত পন্ডিত, পরশ মামরে, প্রবীন আমরে, ডাব্লু ভি রামন সঙ্গে নাম রয়েছে বাংলার প্রণব নন্দী, অরুণলালদেরও। দীপ দাশগুপ্তকে প্রস্তাব দেওয়া হলেও তিনি নাকচ করেছেন। চন্দ্রকান্ত পণ্ডিত, পরশ মামরে আবার এগিয়ে প্রেসিডেন্টের নোটবুকে। সিনিয়র দলের সঙ্গে যুক্ত করানোর ভাবনা প্রণব নন্দীকে। জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে কোচের নাম। রঞ্জি জিততে কড়া কোচের পক্ষে রায় কর্তাদের।

First published: May 30, 2018, 1:40 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर