corona virus btn
corona virus btn
Loading

বুধে বিরাটদের ডু অর ডাই ম্যাচ, তার আগে হঠাৎ নেটে হাজির বুমরা !

বুধে বিরাটদের ডু অর ডাই ম্যাচ, তার আগে হঠাৎ নেটে হাজির বুমরা !

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ডু অর ডাই ম্যাচে নামছে টিম ইন্ডিয়া।

  • Share this:

EERON ROY BARMAN

#বিশাখাপত্তনম: বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ডু অর ডাই ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে বিরাট বাহিনী। বিশাখাপত্তনমে হারলেই সিরিজ হাতছাড়া করবে ভারত।

পরিসংখ্যান বলছে, গত পনেরো বছর ঘরের মাঠে পর পর কোনও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। চলতি বছর শুরুতেই বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-৩ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল শাস্ত্রীর দলকে। তারপর থেকে ঘরের মাঠে আর কোনও একদিনের সিরিজ খেলেননি বিরাটরা। যদিও এইসব পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাচ্ছে না বিরাট অ্যান্ড কোং। প্রথম ম্যাচের ভুল-ত্রুটি শুধরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চান রোহিত, রাহুলরা। চিপকে খারাপ বোলিংয়ের কারণেই দল ডুবেছিল বলে মনে করেন দীপক চাহার। দলের বোলিং পারফরম্যান্সে নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্টে।

তবে ভারতীয় একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কম। তবে কুল-চা জুটিতে ফিরতে পারেন কোহলিরা। চাহালকে প্রথম একাদশে নেওয়ার ভাবনা। চিপকে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া অলরাউন্ডার শিবভ দুবেকে আরও একটু সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। স্বস্তি বলতে, ঋভষ পন্থের রান পাওয়া। অন্যদিকে আইপিএল নিলামের আগে সিরিজ জয়ই ফোকাস ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের। প্রথম ম্যাচে হেটমায়ার, হোপের সেঞ্চুরি বাড়তি ভরসা ক্যারিবিয়ানদের।

BUMRA PRITHVI1

এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় নেটে ফিরলেন বুমরা। চোট সারিয়ে ক্যামব্যাকের পথে ভারতীয় পেসার। নেটে চেনা মেজাজে বুমরা। পন্থ, ময়ঙ্কদের বারবার বিব্রত করলেন ডানহাতি পেসার। ফিট হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে ফিরতে পারেন বুমরা। এদিন ভারতীয় দলের অনুশীলনের সময় হাজির ছিলেন পৃথ্বী শ। বিশাখাপত্তনমে শেষবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ টাই হয়। সেই ম্যাচে বিরাট আর হোপ দুজনেই সেঞ্চুরি করেন। হেটমায়ারও ৯৪ করেন। ফলে ক্যারিবিয়ান ২ ক্রিকেটার নিজেদের চেনা মাঠে আবার ঝলসে উঠতে মরিয়া। আর কোহলিদের লক্ষ্য সিরিজে সমতা ফেরানো।

First published: December 17, 2019, 11:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर