#আমেদাবাদ: কেরিয়ারের অন্যতম সেরা সময় যাচ্ছে রবি অশ্বিনের। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়েছেন। মুরলির পর দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে চারশো উইকেট দখল করেছেন। ব্যাট হাতেও শতরান করেছেন চেন্নাইয়ে। তার আগে অস্ট্রেলিয়ার মাটিতে সিডনিতে দলের লড়াকু ড্র ম্যাচে অসম্ভব ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেটভক্ত প্রাক্তন অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগকে জিজ্ঞেস করেছিলেন অশ্বিনকে একদিনের ক্রিকেটে ফেরানো যায় কিনা। অশ্বিন ইচ্ছাপ্রকাশ করেছিলেন একদিনের ক্রিকেটে ফেরার। প্রায় দু বছর আগে দেশের জার্সিতে শেষবার একদিনের ম্যাচ খেলেছিলেন।
হগ সেই ক্রিকেটভক্তকে জানিয়েছেন অশ্বিনকে একদিনের ক্রিকেট দলে ফিরিয়ে নিলে সঠিক সিদ্ধান্ত নেবে ভারতীয় বোর্ড। অশ্বিন দুর্দান্ত স্পিনার। বল হাতে যেমন বিপক্ষ দলের উইকেট নিতে পারেন, তেমনই ব্যাট হাতেও অবদান রাখতে পারেন নীচের দিকে। তাই সেক্ষেত্রে ওপরের ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারবে। অশ্বিনের মত বুদ্ধিমান ক্রিকেটার যে কোনও ফরম্যাটে উপযোগী।
তবে হগ এই প্রস্তাবে রাজি হয়ে গেলেও অশ্বিনের একদিনের দলে ফেরার সম্ভাবনা এখনই আছে মানতে নারাজ সুনীল গাভাস কার। ভারতের প্রাক্তন কিংবদন্তি জানিয়েছেন একদিনের ক্রিকেটে এখন যা কম্বিনেশন তাতে অশ্বিনের জায়গা পাওয়া মুশকিল। শেষ দু বছরে অনেক বেশি প্রতিদ্বন্দী চলে এসেছে। তবুও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলে দুর্দান্ত ফর্মে থাকার সুবাদে তাঁর নাম ঘোষণা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু সেই সম্ভাবনা খুবই কম।
অশ্বিন অবশ্য শুধুমাত্র ইচ্ছা প্রকাশ করেছেন। একদিনের ক্রিকেটে ফিরতে না পারলেও টেস্ট ক্রিকেটে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। কপিল দেব, সচিন, আজহারদের মত প্রাক্তন ক্রিকেটাররা মনে করেন বয়সের সঙ্গে নিজেকে উন্নত করেছে অশ্বিন। বিশেষত বোলিংয়ে প্রচুর ভ্যারিয়েশন বাড়িয়েছেন তামিলনাড়ুর এই অফ স্পিনার।