কলকাতা: কলকাতা মাতাতে আসছেন ভাইজান।
মে মাসে ইস্টবেঙ্গল মাঠে মঞ্চ কাঁপাবেন সলমন খান। ১৩ মে ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন বলিউড তারকা সলমান খান। সলমনের সঙ্গে পারফর্ম করবেন অভিনেত্রী পূজা হেগড়ে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা এবং পপ তারকা গুরু রন্ধাওয়া।
আরও পড়ুন- দুর্ঘটনায় আহত ঋষভ পন্থের বদলি অভিষেক পোড়েল, দিল্লির ভরসা বাংলার ক্রিকেটারে
অর্থাৎ জমকালো এক সন্ধের সাক্ষী থাকবেন সলমনপ্রেমীরা। ইতিমধ্যেই অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি পেয়েছেন আয়োজকরা। তালিকায় একাধিক ভেন্যু থাকলেও আয়োজকদের তরফে ইস্টবেঙ্গল ক্লাবকেই বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন- "সৌরভ স্যরের ভরসার দাম দিতে চাই", নিউজ18 বাংলাকে প্রতিক্রিয়া অভিষেকের
অনুষ্ঠানের ফাঁকে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করতে পারেন সলমন। ইতিমধ্যে দেখা করতে চেয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যদের জন্য বিশেষ টিকিটের ছাড় থাকবে। জানা যাচ্ছে, ১২ই মে শহরে চলে আসবেন সলমন খান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal Club, Salman Khan