#মালদহ: জাতীয় স্তরের ন্যাচরাল বডি বিল্ডিং প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ করে নিলেন মালদহের চাঁচোল এর বাসিন্দা নীলাঞ্জন দেব। অল ইন্ডিয়া ন্যাশনাল বডি বিল্ডিং প্রতিযোগিতায় বাছাইপর্বে ১০ জনের মধ্যে স্থান পেয়েছেন মালদহের নীলাঞ্জন। জাতীয় স্তরে ১০ জনের মধ্যে স্থান করে নেওয়া আগামীতে সুরাটে আয়োজিত আন্তর্জাতিক ন্যাচারাল বডি বিল্ডিং প্রতিযোগিতায় নামবেন তিনি।
আগামী ২৭ শে জুলাই সুরাটে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা। ইতিমধ্যে জোর কদমে অনুশীলন শুরু করেছেন নীলাঞ্জন। নীলাঞ্জন এর এমন সাফল্যের খুশি তার কোচ পিন্টু ভগত। আগামী দিনে প্রতিযোগিতায় ভালো ফলের আসায় রয়েছেন কোচ। নিয়মিত অনুশীলন খতিয়ে দেখছেন তিনি। গত ১৫ই মে কলকাতা গড়িয়াহাট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ন্যাচারাল অল ইন্ডিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতা।
আরও পড়ুন - Ashok Dinda Mother Passed away: অশোক দিন্দার মায়ের প্রয়াণে শোকবার্তা রাজ্যপালের
এই প্রতিযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ২০০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। মালদহের নীলাঞ্জন দেব ৭০ কেজি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। এই প্রথম কোন আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় নামেন তিনি। আর তাতেই বাজিমাত। প্রতিযোগিতায় নেমে প্রথম ১০ জনের মধ্যে ঢুকে পড়েন। মালদহের চঁচোলের বাসিন্দা নীলাঞ্জন দেব পেশায় ফনোগ্রাফার। বছর তেত্রিশের নীলাঞ্জনের বডি বিল্ডিং। তিনি নিয়মিত মালদা শহরের একটি জিমে অনুশীলন করেন। তার এই কাজে পরিবার ও কোচ ব্যাপক ভাবে সাহায্য করে আসছে। পাশাপাশি নিজের মনের জোর আর নিষ্ঠার সাথে জিম করে আসায় এমন সাফল্য। আগামী আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমে সাফল্য পাওয়ার আশায় রয়েছেন তিনি। তাই এখন সমস্ত কিছু ভুলে আগামী দিনের জোড় কদমে প্রস্তুতি শুরু করেছেন। নিয়মিত জিমে নিচ্ছেন বডি বিল্ডিং এর তালিম।
Harashit Singhaনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।