#অমৃতসর: মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় কিছু দিন আগেই অস্ত্রোপচার হয় বিষাণ সিং বেদীর (Bishan Singh Bedi)৷ ৭৪ বছরের কিংবদন্তি ভারতীয় স্পিনার এখন ভাল আছেন৷
বেদীকে আইসিইউ থেকে প্রাইভেট রুমে স্থানান্তর করা হয়েছে৷ ধীরে ধীরে সেরে উঠছেন বেদী৷ রিপোর্ট সংবাদ সংস্থা পিটিআই-এর৷ এক সূত্র জানাচ্ছেন, "বেদীকে আইসিইউ থেকে প্রাইভেট রুমে আনা হয়েছে৷ সে এখন ভাল আছে৷ডাক্তাররা আরও কয়েক দিন তাঁকে পর্যবেক্ষণে রাখবেন৷"
গত মাসেই হৃদজনিত সমস্যার জন্য বেদীর বাইপাস সার্জারি হয়েছিল৷ আর তার ঠিক পরেই মাথায় রক্ত জমাট বাঁধায় বেদিকে ফের হাসপাতালে ভর্তি হতে হল৷
গত ডিসেম্বরে ফিরোজ শাহ কোটলার নাম বদলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির নামে নামকরণ করার প্রতিবাদ জানিয়ে ছিলেন বেদী৷ তিনি হুমকিও দিয়েছিলেন যে, স্ট্যান্ড থেকে তাঁর নাম সরানো না হলে ডিডিসিএ-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন৷
ভারতের ক্রিকেট ইতিহাসে বেদী অন্যতম সফল বাঁ-হাতি স্পিনার৷ ১৯৬৭-১৯৭৯ পর্যন্ত দেশের হয়ে ৬৭টি টেস্ট (২৬৬টি উইকেট) ও ১০টি ওয়ানডে (৭টি উইকেট) খেলেন তিনি৷