#কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে নাগপুরে পরের টেস্টে দলে নেই শিখর ধাওয়ান এবং ভুবনেশ্বর কুমার ৷ সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে ধাওয়ানকে পাওয়া গেলেও থাকবেন না ইডেন টেস্টের নায়ক ভুবনেশ্বর কুমার ৷ তাঁর ছুটি নেওয়ার কারণটা অবশ্য সবারই জানা ৷ আগামীকাল, বৃহস্পতিবার নুপুর নাগারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ভুবি ৷
নপুর নয়ডার বাসিন্দা হলেও বিয়ে হবে ভুবনেশ্বরের নিজের শহর উত্তরপ্রদেশের মেরঠে ৷ তবে কলকাতা ছাড়ার সময় বিমানবন্দরে ভূমিকে একটা কঠিন প্রশ্ন করেছিলেন শিখর ধাওয়ান ৷ সেই প্রশ্নের উত্তর অবশ্য শুধু ভুবনেশ্বররের কাছেই নয়, নেই কারোর কাছেই ৷
নিজের মোবাইলে তোলা একটি ভিডিওতে ধাওয়ান বলেন, ‘‘ লো জি হামারা এক শের কল জরু কা গুলাম বন জায়েগা, ইসে পুছতে হ্যায় কি মোতিচুর কা লড্ডু জো খায়ে ও পছতায়, অউর জো না খায়ে ওভি পছতায়ে.... ’’ অর্থাৎ বিয়ের ফল আসলে কতটা মিষ্টি ? এই ছিল ধাওয়ানের প্রশ্ন ৷ এর উত্তরটা অবশ্য নিজের মতো করেই দিয়েছেন ভুবি ৷ কী বললেন তিনি ? দেখে নিন নীচের ভিডিওতে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhuvneshwar Kumar, Nupur Nagar, Shikhar Dhawan, Wedding