corona virus btn
corona virus btn
Loading

সব সাসপেন্সের অবসান, কার সঙ্গে বিয়ে করছেন ভুবনেশ্বর ? জানালেন নিজেই

সব সাসপেন্সের অবসান, কার সঙ্গে বিয়ে করছেন ভুবনেশ্বর ? জানালেন নিজেই
Photo: Instagram

২৩ নভেম্বর বান্ধবী নূপুর নাগরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।

  • Share this:

 #লখনউ : বেশ কয়েক মাস আগে ভুবনেশ্বর কুমারের একটা ছবি নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া ৷ কারণ সেই ছবিটা ভারতীয় পেসার পোস্ট করেছিলেন অর্ধেক ৷ অর্থাৎ ‘ক্রপ’ করে ৷ ছবিতে ডিনার টেবলে ভুবনেশ্বরকে বসে থাকতে দেখা গেলেও পাশে কে বসে আছেন, সেটা দেখা যাচ্ছিল না ৷ আর সেখানেই ছিল চূড়ান্ত সাসপেন্স ৷ যা তৈরি করেছিলেন ভুবি নিজেই ৷

তাঁর বান্ধবী বা হব স্ত্রী যে ছবিতে রয়েছেন, সেব্যাপারে প্রত্যেকেই নিশ্চিত ছিলেন ৷ কিন্তু তিনি কে ? সেটা বোঝা যাচ্ছিল না ৷ ইনস্টাগ্রাম-ফেসবুকে প্রত্যেকেই নিজের নিজের মতো করে অনুমান করছিলেন ৷ এক অভিনেত্রীর সঙ্গেও ভুবনেশ্বরের নাম জড়ানো হয় ৷ কিন্তু সেগুলো ছিল সবই ভুল ৷ কারণ সব জল্পনার এবার অবসান ঘটালেন ভুবনেশ্বর নিজেই ৷ গোটা ছবিটাই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় ৷

Nupur Nagar

ছবিতে যে হলুদ জামা পড়া মেয়েটিকে দেখা যাচ্ছে, তিনি হলেন ভুবনেশ্বরের হবু স্ত্রী ৷ নাম নূপুর নাগর ৷ কোনও অভিনেত্রী বা মডেল নন ৷ নয়ডার একটি বহুজাতিক সংস্থায় এখন কাজ করছেন নূপুর ৷ মেরঠের মেয়ে নূপুর স্কুল পাশ করেছেন নিজের শহরেই ৷ তারপর নয়ডার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করার পর এখন সেই শহরেই কর্মরত তিনি ৷ নূপুরের পরিবারও তাঁর সঙ্গে এখন মেরঠ ছেড়ে নয়ডায় থাকেন ৷ চলতি মাসের ২৩ তারিখেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভুবি-নূপুর ৷

Bhuvneshwar-Kumar-Nupur-Nagar

First published: November 12, 2017, 6:36 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर