• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • নাগপুর টেস্টে নেই ভুবনেশ্বর-ধাওয়ান !

নাগপুর টেস্টে নেই ভুবনেশ্বর-ধাওয়ান !

Photo: PTI

Photo: PTI

ইডেন টেস্টের অন্যতম নায়ক পেসার ভুবনেশ্বর কুমারকে নাগপুরে পরের টেস্টে পাচ্ছে না ভারত ৷

 • Share this:

  #কলকাতা: ইডেন টেস্টের অন্যতম নায়ক পেসার ভুবনেশ্বর কুমারকে নাগপুরে পরের টেস্টে পাচ্ছে না ভারত ৷ শুধু নাগপুরই নয়, সিরিজের তৃতীয় টেস্টেও পাওয়া যাবে না ভুবনেশ্বরকে ৷ কারণ অবশ্য চোট বা অন্য কিছু নয় ৷ নিজের বিয়ের জন্যই পরের দু’টো টেস্টে খেলতে পারছেন না ভুবি ৷

  অন্যদিকে ব্যক্তিগত কারণে দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন শিখর ধাওয়ানও ৷ তাঁকে অবশ্য পাওয়া যাবে সিরিজের তৃতীয় ও শেষ  টেস্টে ৷ শেষ দু’টো টেস্টের জন্য দলে নেওয়া হয়েছে তামিলনাডুর অলরাউন্ডার বিজয় শঙ্করকে ৷

  ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতীয় টেস্ট দল থেকে ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। দু’জনেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আবেদন জানিয়েছিলেন। দলে বিজয় শঙ্করকে নেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারের জায়গায়। তৃতীয় টেস্টে পাওয়া যাবে ধাওয়ানকে।’’ আগামী ২৪ নভেম্বর থেকে নাগপুরে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট ৷

  First published: