#বেঙ্গালুরু: নিউজল্যান্ড সফরের আগে স্বস্তি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় ভারতের। চিন্নাস্বামীতে রো-হিটের সঙ্গে রবিবারের প্রাপ্তি কোহলিয়ানা। সাত উইকেটে ম্যাচ জিতে ভারতীয় ক্রিকেটের নতুন ফিনিশার শ্রেয়স আইয়ার।
ওয়ান ডে-তে সবচেয়ে বেশি শতরানসচিন তেন্ডুলকর (৪৯)এদিন ১১০ বল খেলে কেরিয়ারের ২৯তম ওয়ান ডে শতরান করেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি। আরও একটি মাইলস্টোন গড়েন রোহিত। সৌরভকে পিছনে ফেলে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ৯০০০ ওয়ান ডে রান শিকারের কৃতিত্ব থেকে মাত্র ৪ রান দূরে ছিলেন ২০১৯ সালের আইসিসি বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার।