#রাজকোট: দ্বিতীয়বার রঞ্জি খেতাব ঘরে তোলার জন্য় বাংলার প্রতিপক্ষ হতে চলেছে সৌরাষ্ট্র৷ রঞ্জি সেমি ফাইনালে গুজরাতকে ৯২ রানে হারিয়ে ফাইনালে উঠল তারা৷ আগামী ৯ থেকে ১৩ মার্চ পর্যন্ত রাজকোটে মুখোমুখি হবে দুই দল৷
সেমি ফাইনালে কে এল রাহুল, মনীশ পান্ডেদের কর্ণাটককে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলা৷ এবার ফাইনালেও চেতেশ্বর পুজারা, জয়দেব উনাদকাটদের মতো তারকা ক্রিকেটারদের মোকাবিলা করতে হবে ঈশান পোড়েল, অনুষ্টুপ মজুমদারদের৷
বিসিসিআই-এর অনুমতি পেলে ফাইনালে রবীন্দ্র জাদেজাও সৌরাষ্ট্রের হয়ে মাঠে নামতে পারেন৷ সেক্ষেত্রে আরও শক্তিশালী হবে সৌরাষ্ট্র৷
Saurashtra hold their nerve in a thriller against Gujarat and reach the @paytm #RanjiTrophy 2019-20 final.
Scorecard https://t.co/bL3yaUUHOc#GUJvSAU @saucricket pic.twitter.com/Y46g6VeqBb — BCCI Domestic (@BCCIdomestic) March 4, 2020
ফাইনালে জয়ের জন্য ৩২৭ তুলতে হতো গুজরাতকে৷ কিন্তু জয়দেব উনাদকাটের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ে গুজরাতের ব্যাটিং৷ ৫৬ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন উনাদকাট৷ যদিও দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো ১৩৯ রানের ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা নির্বাচিত করা হয় অর্পিত বাসবদাকে৷
ফাইনালে অবশ্য বাংলার জন্যও স্বস্তির খবর থাকছে৷ কারণ এই ম্যাচে বাংলার হয়ে মাঠে নামবেন ঋদ্ধিমান সাহা৷ এর পাশাপাশি মহম্মদ শামিকেও খেলানোর চেষ্টা চলছে৷ তবে সেটা অনেকটাই নির্ভর করছে বিসিসিআই-এর অনুমতির উপর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।