হোম /খবর /খেলা /
বুধে শুরু সেমির লড়াই, তার আগে মহাকালের আশীর্বাদ নিল বাংলার ক্রিকেটাররা

Bengal vs MP: বুধে শুরু সেমির লড়াই, তার আগে মহাকালের আশীর্বাদ নিল বাংলার ক্রিকেটাররা

Bengal Cricket Team

Bengal Cricket Team

Bengal vs MP: বুধবার থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংসার প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ব মধ্যপ্রদেশ। তার আগে উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে গিয়ে পুজো দিল বাংলার ক্রিকেটাররা।

  • Share this:

ইনদওর: গত দুবারও রঞ্জি ট্রফির সেমি ফাইনালে পৌছেছিল বাংলা দল। গত দুবারই ট্রফি জয় অধরাই থেকে গিয়েছিল। ফলে পুরো মরসুম ভালো ক্রিকেট খেলেও হতশাই সঙ্গী হয়েছিল মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, অভিমুন্য ইশ্বরণদের। এবার নিয়ে টানা তৃতীয় বার রঞ্জি ট্রফির শেষ চারে পৌছাল বাংলা। তৃতীয়বারে যাতে কোনও ভুল-ত্রুটি না হয় তাই মাঠে যেমন নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে বাংলা দল, ঠিক তেমনই ভাগ্যের সহায়তাও দরকার। তাই মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমি ফাইনালের নামার আগে ঈশ্বরের শরণাপন্ন লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা।

বুধবার থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংসার প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ব মধ্যপ্রদেশ। কোচ চন্দ্রকান্ত পন্ডিতের দলের বিরুদ্ধে যে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে তা ভালো মতই জানে লক্ষ্মী-মনোজরা। ইনদওরে পৌছে সোমবারই বাংলা দলের কয়েক জন ক্রিকেটার উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলেন। কোচ লক্ষ্মীরতন শুক্ল, অধিনায়ক মনোজ তিওয়ারি ছাড়াও ছিলেন বোলিং কোচ শিবশঙ্কর পাল ও অন্যান্যরা। সেই ছবিও সামনে এসেছে।

আরও পড়ুনঃ India vs Australia: বর্ডার-গাভাসকর সিরিজ শুরুর আগেই অবসর ঘোষণা অস্ট্রেলিয়ার 'অধিনায়কের'

প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে হারিয় সেমি ফাইনালের টিকিট পাকা করেছে বাংলা দল। শেষ আটের লড়াই ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করেছিল কোচ লক্ষ্মীরতন শুক্লার দল। তবে ব্যাটিং লাইনে কছয়েকজেনর ধারাবাহিতকার অভাব একটু চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। সেমি ফাইনালে দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিন স্পিনার খেলানোর পাশাপাশি বদল হতে পারে ব্যাটিং অর্ডারেও। সেমি ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী বাংলা দল।

Published by:Sudip Paul
First published:

Tags: Bengal, Bengal Cricket Team, Madhya Pradesh, Ranji Trophy