হোম /খবর /খেলা /
ব্যাটিং লাইনে ওপেনিংয়ে চমক, রঞ্জি নকআউটের জন্য দল ঘোষণা বাংলার

Ranji Trophy: ব্যাটিং লাইনে ওপেনিংয়ে চমক, রঞ্জি নকআউটের জন্য দল ঘোষণা বাংলার

Bengal Cricket Team File Photp

Bengal Cricket Team File Photp

Ranji Trophy: অভিমুন্য ঈশ্বরন পরপর ম্যাচে সফল হলেও তার পার্টনার হিসেবে কেউই ক্লিক করতে পারেননি। ওড়িশার বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়। কোয়ার্টার ফাইনালে নতুন ওপেনিং জুটি। দলে কাজী জুনেইদ সাইফি। চূড়ান্ত হলো বাংলার প্রথম একাদশ।

আরও পড়ুন...
  • Share this:

কলকাতা: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ ঝাড়খন্ড। ৩১ শে জানুয়ারি থেকে ইডেনে শুরু হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ধোনির রাজ্যের বিরুদ্ধে নক আউটে নামার আগে বাংলা দল ঘোষণা করা হল। গোটা টুর্নামেন্টে প্রায় সব ম্যাচেই ওপেনিং জুটির ব্যর্থতা‌ আর ব্যাটারদের ধারাবাহিকতার অভাব রয়েছে বাংলা দলে। ‌ওপেনার অভিমুন্য ঈশ্বরন পরপর ম্যাচে সফল হলেও তার পার্টনার হিসেবে কেউই ক্লিক করতে পারেননি। কখনও অভিষেক দাস, কখনও কৌশিক ঘোষ পরবর্তী সময় অলরাউন্ডার কারণ লালকে অভিমন্যুর ওপেনিং পার্টনার করে খেলিয়েছিলেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। কিন্তু তিনজনের কেউই ওপেনিং রান পাননি।

নকআউট এর আগে নতুন ওপেনিং জুটি ঠিক করল বাংলা টিম ম্যানেজমেন্ট। অনূর্ধ্ব ২৫ বাংলা দল থেকে নেওয়া হল ওপেনার কাজী জুনেইদ সাইফিকে।‌ গ্রুপ পর্বের সাতটি ম্যাচে একটিতেও সুযোগ না পেলেও নক আউটে ওপেনিং সমস্যা মেটাতে তরুণ এই ওপেনার এর উপরই ভরসা করছেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। তিনি খেলবেন বলেও দলের তরফ থেকে জানানো হয়েছে। বাংলার হয়ে কয়েক বছর আগে অভিষেক হয়েছিল কাজী জুনেইদ সাইফির। তবে সেই সময় সেভাবে দাগ কাটতে পারেনি এই ক্রিকেটার। দুটি ম্যাচ খেলার পরে দল থেকে বাদ পড়েন। তবে গত মরশুম থেকে ফর্মে ফিরেছেন কাজী। সি কে‌ নাইডু ট্রফিতে সেঞ্চুরি সহ প্রায় প্রত্যেকটি ম্যাচেই রান করেছেন। তবে সব ম্যাচে ওপেনিং করার সুযোগ পাননি। কিন্তু দলের নির্বাচক কমিটির প্রধান শুভময় দাস কাজীর ওপর ভরসা দেখান। কোচ লক্ষ্মীর সঙ্গে কথা বলে নকআউটের জন্য দলে পরিবর্তন করানো হয়। কাজী দলে আসায় বাদ পড়লেন করণ লাল। ১৭ নম্বর হিসেবে দলে রয়েছেন পেসার দুর্গেশ দূবে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি স্কোয়াডে থাকার জন্য ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলা দলে নেই মুকেশ কুমার। একদিনে সিরিজ শেষ হয়ে যাওয়ায় বাংলা দলে ফিরে এসেছেন অলরাউন্ডার শাহাবাজ আহমেদ। শনিবার ছুটি কাটিয়ে রবিবার থেকে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু করবে বাংলা। মনোজদের দলের কাছে আরো একটি সুখবর, হাতের চোট থাকলেও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন অনুষ্টুপ মজুমদার। হাড়ের কোন চিড়‌ নেই,‌ ফোলা কমেছে। রবিবার থেকে নেটে অনুশীলন শুরু করবেন অনুষ্টুপ।

আরও পড়ুনঃ Lionel Messi: বরফে ঘেরা পুলের জলে উষ্ণতার খোঁজে মেসি, আল্পসে ভাইরাল লিও-আন্তোনেলার রোম্যান্স

বাংলার সম্ভাব্য ১১ ঠিক করা হয়েছে ইতিমধ্যেই বলে খবর। ওপেনিং এ কাজী জুনেইদের সঙ্গে অভিমুন্য ঈশ্বরন। তিন নম্বরে সুদীপ ঘরামি। চারে অনুষ্টুপ মজুমদার। পাঁচ নম্বরে অধিনায়ক মনোজ তিওয়ারি। ছয় নম্বরে শাহাবাজ আহমেদ।‌ সাত নম্বরে উইকেটকিপার অভিষেক পোড়েল। তিনজন জোরে বোলার খেলবেন। ঈশান পোড়েল, আকাশদীপের সঙ্গী প্রীতম চক্রবর্তী। দলে জোরে বোলার অলরাউন্ডার হিসেবে খেলবেন ওড়িশা ম্যাচে অভিষেক হওয়া আকাশ ঘটক। প্রথম ম্যাচে সেভাবে দাগ কাটতে না পারলেও টিম ম্যানেজমেন্ট আকাশের ওপর ভরসা রাখছে। গত ম্যাচের দল থেকে বাদ পড়বেন শুভঙ্কর বল। উইকেটে ঘাস থাকবে বলেই তিনজন জোরে বোলার খেলাতে চাইছেন কোচ লক্ষ্মী। চতুর্থ পেসার হিসেবে খেলবেন আকাশ ঘটক। তবে চূড়ান্ত দল নির্বাচন হবে ম্যাচের দিন সকালে উইকেট দেখার পর।

Published by:Sudip Paul
First published:

Tags: Bengal, Bengal Cricket Team, Jharkhand, Ranji Trophy