হোম /খবর /খেলা /
ইডেনে বাংলার দাপট, চতুর্থ দিনে ঝাড়খণ্ডকে হারিয়ে সেমিতে ওঠা শুধু সময়ের অপেক্ষা

ইডেনে বাংলার দাপট, চতুর্থ দিনে ঝাড়খণ্ডকে হারিয়ে সেমিতে ওঠা শুধু সময়ের অপেক্ষা

Bengal Cricket Team

Bengal Cricket Team

ম্যাচে প্রথম ইনিংসে বাংলার ১৫৫ রানের লিডের জবাবে তৃতীয় দিনের শেষে ধোনির রাজ্যের স্কোর ১৬২ রানে ৭ উইকেট। অর্থাৎ বাংলার থেকে ৭ রান এগিয়ে। চতুর্থ দিনে লাঞ্চের আগেই জয় পেতে পারে বাংলা।

  • Share this:

কলকাতা: খুব বড় কোনও অঘটন না ঘটলে ঝাড়খণ্ডকে হারিয়ে রঞ্জি ট্রফির সেমি ফাইনালে বাংলার ওঠা শুধু সময়ের অপেক্ষা। ইডেন গার্ডেন্সে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বাংলার বোলারদের দাপুটে পারফরম্যান্সে জয়ের দোরগোড়ায় লক্ষ্মীরতন শুক্লার দল। ম্যাচে প্রথম ইনিংসে বাংলার ১৫৫ রানের লিডের জবাবে তৃতীয় দিনের শেষে ধোনির রাজ্যের স্কোর ১৬২ রানে ৭ উইকেট। অর্থাৎ বাংলার থেকে ৭ রান এগিয়ে। এখনও ম্যাচের বাকি রয়েছে ২ দিন। তবে ইডেনের চেনা উইকেটে যে ছন্দে বোলিং করছেন আকাশ দীপ, আকাশ ঘটক, মুকেশ কুমার. ইশান পোড়েল, শাহবাজ আহমেদরা তাতে চতুর্থ দিনে লাঞ্চের আগেই খেলা শেষ হয়ে যেতে পারে।

বাংলার প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৩৮ রান থেকে শুরু হয় তৃতীয় দিনের খেলা। ব্যাট করছিলেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। তবে অভিষেক পোড়েল এদিন বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। নীচের দিকে টেলেন্ডাররাও খুব একটা লড়াই দিতে পারেননি। একদিক থেকে একা ব্যাটিং করে যান শাহবাজ আহমেদ। বেশ কিছু অনবদ্য শট খেলেন তিনি। পূরণ করেন নিজের অর্ধশতরাও। শাহবাজের ব্যাটে ভর করেই ৩০০ রানের গণ্ডি পার হয় বাংলা দল। ৩২৮ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস। সর্বোচ্চ ৮১ রান করে শাহবাজ আহমেদ। এছাড়া অভিমূন্য ঈশ্বরণ করেন ৭৭ ও সুদীপ কুমার ঘরামি করেন ৬৮ রান। ১৫৫ রানের লিড তুলে নেয় বাংলা।

আরও পড়ুনঃ Lionel Messi: অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি! আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে?

দ্বিতীয় ইনিংসে ঝাড়খণ্ডের ব্যাটিং ভরাডুবি অব্যাহত থাকে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বিরাট সিংয়ের দল। আর্যমান সেন, অনুকুল রয় ও বিরাট সিং কিছুটা লড়াই দিতে না পারলে লজ্জাজনক স্কোরেরর সম্মুখীন হতে হত ঝাড়খণ্ডকে। ৬৪ রানের ইনিংস খেলেন আর্যমান সেন। এছাড়া ৪০ রান করেন অনুকুল রায় ও ২৯ রান করেন বিরাট সিং। তৃতীয় দিনের শেষে ঝাড়খণ্ডের স্কোর ১৬২ রানে ৭ উইকেট। বাংলার হয়ে এখনও দ্বিতীয় ইনিংসে আকাশ দীপ ২টি, আকাশ ঘটক ২টি, ইশান পোড়েল ১টি ও শাহবাজ আহমেদ ২টি উইকেট নিয়েছেন। চতুর্থ দিনে সহজেই ম্যাচ জিতে সেমির টিকিট পাকা করার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলা।

Published by:Sudip Paul
First published:

Tags: Bengal, Bengal Cricket Team, Jharkhand, Ranji Trophy