corona virus btn
corona virus btn
Loading

সন্তোষের নয়া নিয়মে বিরক্ত বাংলা কোচ !

সন্তোষের নয়া নিয়মে বিরক্ত বাংলা কোচ !

সন্তোষ ট্রফি খেলতে আজই রওনা হল বাংলা দল। সফল হওয়া নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়।

  • Share this:

#কলকাতা: সন্তোষ ট্রফি খেলতে আজই রওনা হল বাংলা দল। সফল হওয়া নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়।

কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা কি সন্তোষ জিততে পারবে? বাংলার ফুটবল মহলে এটা এখন লাখ টাকার প্রশ্ন। রানা ঘরামি, প্রহ্লাদ রায়, জিতেন মুর্মুদের সঙ্গে ময়দানের একঝাঁক প্রতিশ্রুতিবান ফুটবলারকে এবার দলে নিয়েছেন মৃদুল। খুব বেশিদিন অনুশীলন করাতে না পারলেও বাংলা কোচ আশাবাদী দল সফল হবেই।

সন্তোষ ট্রফিতে এবারই প্রথম অনূর্ধ্ব ২১ ফুটবলার খেলানোর নিয়ম চালু করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। অদ্ভুত নিয়মে প্রচন্ড বিরক্ত বাংলার কোচ।

অন্যদিকে  নতুনভাবে পথ চলা শুরু করল বার্নপুর সেইল ফুটবল অ্যাকাডেমি। কোচ ত্রিজিত দাসের প্রশিক্ষণে বিভিন্ন জেলা থেকে ট্রায়াল মারফৎ বেছে নেওয়া হয়েছে ফুটবলারদের। ৩২ জন ফুটবলারকে অ্যাকাডেমিতে রেখে দু’বেলা অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়। অ্যাকাডেমির দলকে যাতে অনূর্ধ ১৯ আইএফএ শিল্ডে খেলানো যায় সেটা নিয়েও উদ্যোগ নিয়েছেন কর্তারা। সব মিলিয়ে কোচ ত্রিজিত দাসের কোচিংয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দুর্গাপুর অ্যাকাডেমি।

First published: December 26, 2016, 3:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर