• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • BEN STOKES KEEN TO GET BACK TO CRICKET BEING SOLE FOCUS AFTER BEING CLEARED OF AFFRAY

‘‘ ক্রিকেটে ফিরতে মরিয়া রয়েছি...’’ আদালতে বেকসুর খালাস পেয়ে স্বস্তিতে স্টোকস

 • Share this:

  #লন্ডন: নটিংহ্যাম টেস্টের আগেই ইংল্যান্ড শিবিরের জন্য স্বস্তির খবর ৷ ব্রিস্টলে এক পানশালার বাইরে মারপিটে জড়িয়ে পড়ার কাণ্ডে বেকসুর খালাস পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ৷ এই টেস্টের দল থেকে তাঁকে বাদ রাখা হলেও ট্রেন্টব্রিজ টেস্টের খেলার সম্ভাবনা রয়েছে স্টোকসের ৷

  তৃতীয় টেস্টে যদি শেষপর্যন্ত খেলতে নাও পারেন, সিরিজের শেষ দুটি টেস্টে অন্তত ফের মাঠে নামার সম্ভাবনা এখন উজ্জ্বল ইংল্যান্ড অলরাউন্ডারের ৷ মঙ্গলবার আদালতের রায় শোনার পর স্বস্তিতে স্টোকস ৷ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যতো তাড়াতাড়ি সম্ভব ক্রিকেটে ফিরতে চাইছেন তিনি ৷

  মঙ্গলবার রায় শোনার পরেই আদালতে কান্নায় ভেঙে পড়েন স্টোকসের স্ত্রী ক্লেয়ার। তবে স্টোকস নিজে ছিলেন শান্ত। কিছুক্ষণ চোখ বুজে থাকতেও দেখা যায় তাঁকে। তবে হাসি বা কান্না কোনওটাই দেখা যায়নি স্টোকসের অভিব্যক্তিতে ৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে শুনানি চলার পর অবশেষে বেকসুর খালাস হন স্টোকস ৷ তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দল আগেই ঘোষণা হয়ে যাওয়ায় ট্রেন্টব্রিজে স্টোকসের খেলা নিয়ে সংশয় রয়েছে ৷

  First published: