Home /News /sports /
প্রয়োজনে দর্শকশূন্য মাঠেই IPL, এ বছরই টুর্নামেন্ট করতে বদ্ধপরিকর বোর্ড, জানালেন সৌরভ

প্রয়োজনে দর্শকশূন্য মাঠেই IPL, এ বছরই টুর্নামেন্ট করতে বদ্ধপরিকর বোর্ড, জানালেন সৌরভ

File Photo

File Photo

মধ্যরাতে সৌরভের চিঠি ৷ এ বছরই কি তাহলে আইপিএল ?

 • Share this:

  #কলকাতা: টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে এখনও কোনও সিদ্ধান্তেই আসতে পারেনি আইসিসি ৷ যার জেরে এ বছর শেষের দিকে হলেও আইপিএলে হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে ৷ বিসিসিআই যে আইপিএল এ বছর করার ব্যাপারে মরিয়া, তা বুধবার বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিঠিতেই পরিষ্কার ৷

  বিশ্বকাপ নিয়ে আইসিসি এখনও কোনও স্পষ্ট সিদ্ধান্তে আসতে না পারলেও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় যে ভাবেই হোক চান আইপিএল এ বছর বাতিল না হোক ৷ তার জন্য প্রয়োজনে দর্শকশূন্য মাঠেই আইপিএল আয়োজনের চিন্তাভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

  আইপিএল এ বছর না হলে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআই-কে ৷ বুধবার সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর কাছে পাঠানো চিঠিতে সৌরভ লিখেছেন, "এ বছরই আইপিএল আয়োজন করার আমরা সব রকম চেষ্টা করছি। দর্শকশূন্য মাঠেও যদি খেলা আয়োজন করতে হয়, সেটাই করা হবে। ক্রিকেটপ্রেমী, ফ্র্যাঞ্চাইজি, প্লেয়ার-সহ বাকিরা তাকিয়ে রয়েছেন আইপিএল-এর দিকে। বিসিসিআই এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে।"

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: BCCI, IPL 2020, Sourav Ganguly

  পরবর্তী খবর