চ‍্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নিতে পারে ভারত

অনুরাগ জমানায় বোর্ড বনাম মনোহর তিক্ততায় নয়া মোড়। আগামী বছরের চ‍্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়াতে পারে ভারত।

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: অনুরাগ জমানায় বোর্ড বনাম মনোহর তিক্ততায় নয়া মোড়। আগামী বছরের চ‍্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়াতে পারে ভারত। ঘটনার সূত্রপাত আইসিসি ফিন‍্যান্স কমিটির বৈঠকে ভারতীয় বোর্ডকে ব্রাত‍্য রাখা নিয়ে আইসিসি-র যে সিদ্ধান্তকে ইতিমধ‍্যেই লজ্জাজনক আখ্যা দিয়েছেন বিসিসিআই সচিব অজয় শিরকে। সম্প্রতি বিভিন্ন ইস‍্যুতে দুই সংস্থার সম্পর্কে তিক্ততা ক্রমশ বেড়েছে। বোর্ড সূত্রে খবর, ক্ষুব্ধ বিসিসিআই ২০১৭-এ ইংল‍্যান্ডের মাটিতে চ‍্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে।

    টেস্ট ক্রিকেটে দ্বিস্তরীয় কাঠামো চালু করা যে আইসিসি-র পক্ষে অসম্ভব ৷ তা বেশ কয়েকদিন ধরেই বোঝা যাচ্ছিল ৷ এব্যাপারে প্রথম থেকেই বিরোধীতা করে আসছে ভারতীয় বোর্ড ৷ জিম্বাবোয়ে, বাংলাদেশ আগেই ভারতের পাশে ছিল ৷ এবার ভারতের সঙ্গে একমত শ্রীলঙ্কাও ৷ আইসিসিও অবশ্য চুপ করে বসে নেই ৷ পাল্টা লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে তারাও ৷ দুবাইয়ে কিছুদিন আগেই ছিল আইসিসি-র ফিন্যান্স কমিটির বৈঠক ৷ যেখানে ভারতের কোনও প্রতিনিধিকে রাখা হয়নি ৷ বিষয়টা মোটেই ভালভাবে নেয়নি বিসিসিআই ৷ বোর্ড সচিব অজয় শিরকে রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, ‘‘  ‘‘এই ফিনান্স অ্যান্ড কমার্স কমিটিতে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে ভারতীয় প্রতিনিধির না থাকাটা যথেষ্ট অপমানজনক। আমরা আইসিসি-কে বলে দেব হয় নিজেদের নীতি বদলাও, না হলে ভারতীয় ক্রিকেটের স্বার্থরক্ষা করতে আমাদের যা করার করব। এমনকী, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নেওয়াও হতে পারে। তবে আশা করব, ব্যাপারটা এতদূর গড়াবে না।’’

     
    First published:

    Tags: Ajay Shirke, Anurag Thakur, BCCI, BCCI President, Champions Trophy, Indian Cricket