• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • BCCI SUSPENDS WEST INDIES TEAM SELECTION MEETING ON FRIDAY PBD

পিছল ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল নির্বাচনী বৈঠক

BCCI stops their meeting of team selection on Friday

 • Share this:

  #মুম্বই: ভারতীয় দলের পূর্ব নির্ধারিত নির্বাচনী বৈঠক স্থগিত৷ শুক্রবার ওয়েস্টইন্ডিজ সফরের দল নির্বাচন স্থগিত করা হল৷ যা পিছিয়ে গেল ১ দিন৷ মুম্বইয়ে নির্বাচকদের বৈঠকের কথা ছিল, তবে লজিস্টিক সমস্যার কারণে বৈঠক স্থগিত হয়৷ শনিবার বা রবিবার ভারতীয় দল নির্বাচনের সম্ভাবনা রয়েছে৷

  অগস্ট মাসের টি-২০ সিরিজ দিয়ে শুরু হচ্ছে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর৷ কী হতে পারে ভারতীয় দল, সেটা জানতে তাহলে কিছুটা বেশি সময় অপেক্ষা করতে হবে৷

  আরও পড়ুন টিম ইন্ডিয়ার কোচের পদে কেন আবেদন করতে পারবেন না সৌরভ গঙ্গোপাধ্যায় ? জেনে নিন

  ইতিমধ্যেই ভারতীয় দলের নতুন উপদেষ্টা কমিটি তৈরি হয়েছে যে কমিটি বিরাটদের নতুন কোচ ও সাপোর্ট স্টাফ বাছার দায়িত্বে৷ স্বার্থের সংঘাতের জন্য এই কমিটি থেকে আগেই পদত্যাগ করেছেন সচিন ও সৌরভ৷ এসেছেন কপিল দেব, আংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামী৷ ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ এবং সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য মঙ্গলবারই নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই।

  First published: