• Home
  • »
  • News
  • »
  • sports
  • »
  • BCCI SET TO HOST T20 WORLD CUP IN UAE CONFIRMS BCCI PRESIDENT SOURAV GANGULY SR

আরবে অনুষ্ঠিত বিশ্বকাপের "হোস্ট" ভারতই, আয়োজক হিসাবে সমস্ত স্বত্ব পাবে বিসিসিআই

তবে বোর্ড সূত্রে খবর, শুধু করোনার কারণে বিশ্বকাপ ভারত থেকে সরানো হল তা নয়, আইসিসির দাবি মতো আরও একটি বড় সুবিধাও বিষয়টিও অন্যতম কারণ।

তবে বোর্ড সূত্রে খবর, শুধু করোনার কারণে বিশ্বকাপ ভারত থেকে সরানো হল তা নয়, আইসিসির দাবি মতো আরও একটি বড় সুবিধাও বিষয়টিও অন্যতম কারণ।

  • Share this:

#নয়াদিল্লি: প্রত্যাশামতোই টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরে আয়োজিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। তবে বিশ্বকাপ আয়োজনে হোস্ট বা আয়োজক হিসেবে থাকছে বিসিসিআই। বোর্ড ভারতের বদলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরশাহীতে। ফলে বিশ্বকাপ আয়োজনে সমস্ত রাইটস বিসিসিআইয়ের হাতেই থাকছে। বোর্ড আইপিএলের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করবে। বোর্ড সূত্রে খবর, শেষ পর্যন্ত করোনা সংক্রমণের কারণে টুর্নামেন্ট অন্য দেশে স্থানান্তরিত হলেও আয়োজক হিসাবে সমস্ত স্বত্ব পাবে সৌরভ গঙ্গোপাধ্যায়দের বিসিসিআই।

উদাহরণস্বরূপ, ২০১১ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে পাকিস্তানের ক্ষেত্রে যে রকম হয়েছিল। সফরকারী শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার ঘটনার জেরে ২০১১ সালে বিশ্বকাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে আয়োজক দেশ হিসাবে নিজেদের স্বত্ব পেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার বিসিসিআইয়ের ক্ষেত্রেও একই রকম হতে চলেছে বলে খবর। তবে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে কিরকম চুক্তি হচ্ছে ভারতের এবং আইসিসি কি গাইডলাইন দিচ্ছে সেটাও দেখার।  ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার অন্যতম কারণ করোনা পরিস্থিতি। তবে বোর্ড সূত্রে খবর, শুধু করোনার কারণে বিশ্বকাপ ভারত থেকে সরানো হল তা নয়, আইসিসির দাবি মতো টুর্নামেন্টের কর ছাড়া পাওয়ার বিষয়টিও অন্যতম কারণ।

আইসিসির দাবি মতো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্পূর্ণ ট্যাক্স বা কর ছাড় পাওয়া সম্ভব হয়নি। তাই সবমিলিয়ে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে বিশ্বকাপ আয়োজন হতে চলেছে। এমনিতেই সংযুক্ত আরব আমিরশাহী ট্যাক্স ফ্রি দেশ‌। সক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের সুবিধাই হবে। অক্টোবর মাসে অসমাপ্ত আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে শেষ হওয়ার পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। আইসিসি তরফে খবর জুলাই মাসে ১৮ তারিখের মধ্যে ক্রীড়া সূচি ঘোষণা হয়ে যেতে পারে। প্রথমে কোয়ালিফাই রাউন্ড। তারপর শুরু হবে মূল পর্বের ম্যাচ। মোট ১৬ দলের প্রতিযোগিতা। সম্ভাব্য ফাইনালের দিন ১৪ নভেম্বর।

Published by:Simli Raha
First published: