হোম /খবর /খেলা /
বিশ্বকাপ খেলতে ভারতে আসতেই হবে পাকিস্তানকে? কোন শহরে ম্যাচ, নাম প্রায় চূড়ান্ত

India vs Pakistan: বিশ্বকাপ খেলতে ভারতে আসতেই হবে পাকিস্তানকে? কোন শহরে ম্যাচ, নাম প্রায় চূড়ান্ত

ভারতে খেলতা আসতে রাজি নয় পাকিস্তান৷

ভারতে খেলতা আসতে রাজি নয় পাকিস্তান৷

*বোর্ডের এক প্রাক্তন শীর্ষ আধিকারিকের দাবি অনুযায়ী, সাধারণত বড় টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচ বিসিসিআই প্রেসিডেন্টের শহরেই আয়োজিত হয়। তিনি চেষ্টা করেন ম্যাচটি তাঁর রাজ্যে নিয়ে যাওয়ার। বর্তমানে বিসিসিয়ের সভাপতি রয়েছেন রাজার বিনি। তিনি ইতিমধ্যেই ম্যাচটি বেঙ্গালুরুতে আয়োজন করার ব্যাপারে জানিয়েছেন বলে খবর। 

আরও পড়ুন...
  • Share this:

কলকাতা: বৃহস্পতিবারই নিউজ ১৮ বাংলার খবরে প্রকাশিত হয়েছিল, আগামী মাসে অর্থাৎ এপ্রিলেই ভারতে আয়োজিত হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সুচি ঘোষণা করে দেবে আইসিসি। ইতিমধ্যেই আইসিসির বোর্ড বৈঠকে বিশ্বকাপের সূচি সংক্রান্ত এবং আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। যদিও এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার একটি জল্পনার খবর প্রকাশ্যে এসেছে।

ভারতে আয়োজিত বিশ্বকাপে পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ বাংলাদেশের মাটিতে খেলতে চায় বলে আইসিসিকে জানাতে চলেছে বলে খবর। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয় নিয়ে বেশি পাত্তা দিতেই নারাজ। এই পদক্ষেপকে পিসিবির চাপ বাড়ানোর কৌশল বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। তাই পাকিস্তান ভারতে আসবে এটা এক প্রকার নিশ্চিত ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। ফলে কোথায় ভারত পাকিস্তান ম্যাচ হতে চলেছে সেই নিয়েও আলোচনা শুরু হয়েছে। ‌

আরও পড়ুন: পাঁচতারা হোটেল ভেবে ভুল হতে পারে! আইপিএলের আগে নতুন চেহারায় ইডেনের কর্পোরেট বক্স

ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গার নাম প্রকাশ্যে এলেও নিউজ18 বাংলার কাছে বোর্ডের সূত্র থেকে নির্দিষ্ট খবর এসে পৌঁছেছে। বড় অঘটন না ঘটলে এখনও পর্যন্ত ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করার বিষয়ে এগিয়ে রয়েছে কার কর্ণাটক। অর্থাৎ বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হতে পারে। ১৯৬৯ সালে তৈরি হওয়া এই স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা ৪০ হাজার। বোর্ডের এক প্রাক্তন শীর্ষ আধিকারিকের দাবি অনুযায়ী, সাধারণত বড় টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচ বিসিসিআই প্রেসিডেন্টের শহরেই আয়োজিত হয়। তিনি চেষ্টা করেন ম্যাচটি তাঁর রাজ্যে নিয়ে যাওয়ার। বর্তমানে বিসিসিআই-এর সভাপতি রয়েছেন রাজার বিনি। তিনি ইতিমধ্যেই ম্যাচটি বেঙ্গালুরুতে আয়োজন করার বিষয়ে জানিয়েছেন বলে খবর।

আরও পড়ুন: আইপিএলের শুরুতেই হাঁটুর চোটে জর্জরিত, ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে নামবেন ধোনি?

যদিও বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তার দাবি, বেঙ্গালুরুর সঙ্গে আলোচনায় রয়েছে কলকাতার ইডেনের নাম। তার কারণ শেষবার দেশের মাঠে আয়োজিত ভারত-পাকিস্তান আয়োজিত হয়েছিল ক্রিকেটের নন্দনকানন ইডেনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে নিরাপত্তা থেকে শুরু করে আয়োজন সবকিছুতেই ফুল মার্কস পেয়েছিল ইডেন। বোর্ডের অনেকেই মনে করছেন, পাকিস্তান যদি ভারতে খেলতে আসতে রাজি হয় সেক্ষেত্রে তাদের ম্যাচগুলো কোথায় হবে সেই নিয়ে তাদের আলাদা দাবি থাকতেই পারে। সেক্ষেত্রে আইসিসি যদি আলাদা সিদ্ধান্ত নেয় তবে  কিছু বলার নেই। সেটা না হলে বেঙ্গালুরুতেই ম্যাচ হবে।

তবে এটাও মাথায় রাখতে হবে ভারত পাক ম্যাচ আয়োজন মানেই একাধিক বিষয় আলোচনায় রয়েছে। তাই ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত নয়। ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে এই ম্যাচ দেওয়া হয়েছিল ধর্মশালায়, পরে পরিবর্তিত হয়ে সেটা ইডেনে আসে। বিসিসিআইজ-এর অন্য একটি সূত্রের দাবি, ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আলোচনায় রয়েছে দিল্লি এবং চেন্নাইয়ের নামও। তবে যেখানেই ম্যাচ আয়োজন হোক না কেন সেখানকার নিরাপত্তা বিষয়টি সবার আগে দেখা হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BCCI, India Vs pakistan, World cup 2023