#কলকাতা: ভাল আছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। জ্বর কমেছে। হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুটা সুস্থতা বোধ করছেন নিরূপা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সকালে হালকা জ্বর নিয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা দেবী। করোনা পরীক্ষা করা হলেও রিপোর্ট পজেটিভ আসে। তবে জ্বর ছাড়া বাকি কোনও উপসর্গ ছিল না। তবে শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কম থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন নিরুপা গঙ্গোপাধ্যায়। প্রতিমুহূর্তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, বুধবার স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছেন তিনি। অক্সিজেন দেওয়ার পরিমাণ অনেকটাই কমানো হয়েছে। শুধুমাত্র প্রয়োজনে অক্সিজেন দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, জ্বর কমে গেলেও আরও দু-তিন দিন নিরূপা গঙ্গোপাধ্যায়কে পর্যবেক্ষণে রাখা হবে। করোনার জেরে বার্ধক্যজনিত কারণে কোনও সমস্যা বৃদ্ধি হয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে স্বস্তির খবর নিরুপা গঙ্গোপাধ্যায় নিজে কিছুটা সুস্থতা বোধ করছেন বলে জানিয়েছেন। কিছুটা শারীরিক দুর্বলতা রয়েছে। ঠান্ডা লাগার প্রভাব রয়েছে। কয়েকদিন পর চিকিৎসকরা ফের সিদ্ধান্ত নেবেন তাঁর আবার কবে করোনা পরীক্ষা করা হবে।
আরও পড়ুন: বাইশ গজ ছেড়ে কি এবার বউয়ের মতো নাচেই মন, বিরাটের নাচের ভিডিও তুলল ঝড়
আরও পড়ুন: আধুনিকতার যুগেও মোহনবাগানের নতুন ক্যান্টিনের খাবার জিভে জল আনবে !
সূত্রের খবর, প্রতি মুহূর্তে মায়ের স্বাস্থ্যের খবর নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ডাক্তারদের সঙ্গে যাবতীয় পরামর্শ করছেন। ইংল্যান্ড থেকে ফিরে সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতাতেই রয়েছেন। মহারাজের মা ছাড়াও বাড়ির একজন পরিচারক করোনা আক্রান্ত হয়েছেন। তিনিও পর্যবেক্ষণে রয়েছেন।
প্রসঙ্গত, এই প্রথমবার নয়, এর আগেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা করোনা আক্রান্ত হয়েছিলেন৷ তাঁকে তখনও উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সে সময়ে তাঁর হালকা জ্বর, নিঃশ্বাসের সমস্যা ছিল৷ সে সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন নিরুপা গঙ্গোপাধ্যায়৷ এইবারও চিকিৎসকরা আশাবাদী কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন নিরূপা দেবী। উল্লেখ্য, সৌরভের পরিবারের একাধিক সদস্য একাধিকবার করোনা সংক্রামিত হয়েছিলেন৷ সৌরভ নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। উডল্যান্ডেই সেই সময় তিনিও চিকিৎসাধীন ছিলেন।
ERON ROY BURMAN
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।