• Home
  • »
  • News
  • »
  • sports
  • »
  • BCCI PRESIDENT SOURAV GANGULY SUPPORTS VIRAT KOHLI AFTER WTC FINAL LOSS SMJ

WTC Final: 'ফাইনালে ওঠা কিন্তু মুখের কথা নয়', ক্যাপ্টেন কোহলির পাশে এবার বোর্ড প্রেসিডেন্ট স্বয়ং

গত আট বছরে আইসিসির কোনও ট্রফি বিরাটের ঝুলিতে নেই।

গত আট বছরে আইসিসির কোনও ট্রফি বিরাটের ঝুলিতে নেই।

  • Share this:

#মুম্বই:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাটদের হারের পর চার দিনের বেশি সময় কেটেছে। তবে সমালোচনার ঝড় এতটুকুও কমেনি। দলের ভুলভ্রান্তি নিয়ে বিভিন্ন সময় সরব হচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা। সমালোচনার মুখে অধিনায়ক বিরাট থেকে ব্যাটিংয়ে তিন নম্বরে দলের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা, সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে, শুভমান গিল, রোহিত শর্মারা। সমালোচনার মুখে পড়তে হচ্ছে বোলারদেরও। বিরাট কোহলির অধিনায়কত্বে নিয়ে প্রশ্ন উঠছে। বিগত আট বছরে আইসিসির কোনও ট্রফি বিরাটের ঝুলিতে নেই। ২০১৩ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফি ধোনির নেতৃত্বে জিতেছিল ভারত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হারের পর বিরাটের কপালে জুটছে চোকার্স তকমা। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের একাংশের মধ্যে বিরাটের বদলে নতুন অধিনায়ক নির্বাচনের দাবি উঠেছে। তবে এসবের মধ্যেই অধিনায়ক বিরাটের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সর্বভারতীয় ম্যাগাজিনকে দেওয়া ইন্টারভিউতে সৌরভ বলেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা মুখের কথা নয়। ফাইনালে ওঠার জন্য সকলের অবদান রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান রয়েছে অজিঙ্কা রাহানের। মহম্মদ শামি, ইশান্ত শর্মার অবদানও ভুলে গেলে চলবে না। ইশান্তের মতো একশো টেস্ট খেলা মোটেই সহজ কাজ নয়। কপিল দেবের পর একমাত্র বোলার হিসাবে ইশান্ত শর্মা এই কৃতিত্ব অর্জন করেছে। রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, অধিনায়ক বিরাট কোহলিরও অবদান অনেক। ব্যাট, বল হাতে অশ্বিন গোটা সফরেই দারুণ পারফর্ম করেছে।”

সৌরভের মতে, ভারত এবং নিউজিল্যান্ড, দুটি যোগ্য দলই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। দুই দলই দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছে। তবে এসবের মধ্যেও টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কিছু মতামত দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। সৌরভের মতে, "টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে আশা করি বেশ কিছু জিনিস মাথায় রাখা হবে। করোনার কারণে বেশ কিছু সিরিজ এই বছর বাতিল করতে হয়েছিল। ফাইনালে যোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে জয়ের শতকরা হারকে বিচার করা হয়েছে।" বিসিসিআই প্রেসিডেন্টের কথা থেকে স্পষ্ট এখনই অধিনায়ক বিরাটকে নিয়ে ভাবনা নেই বোর্ডের। অধিনায়ক বিরাটের উপরই ভরসা রাখছে বিসিসিআই। আপাতত ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছে ভারতীয় দল। এরপর অগাস্ট থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

Published by:Suman Majumder
First published: