Home /News /sports /
Sourav Ganguly on India England Series: সামনের বছর হলেও ইংল্যান্ডের সঙ্গে সিরিজের পঞ্চম টেস্ট খেলবে ভারত, জানালেন সৌরভ

Sourav Ganguly on India England Series: সামনের বছর হলেও ইংল্যান্ডের সঙ্গে সিরিজের পঞ্চম টেস্ট খেলবে ভারত, জানালেন সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷

ম্যানচেস্টার টেস্টের ভাগ্য জানতে চেয়ে ইতিমধ্যেই আইসিসি-র কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (Sourav Ganguly on India England cancelled test match)৷

 • Share this:

  #মুম্বাই: ভবিষ্যতে যখনই খেলা হোক না কেন, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে স্থগিত হয়ে যাওয়া ম্যানচেস্টার টেস্টের পরিবর্ত ম্যাচটি ভারত- ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট হিসেবেই গণ্য করা হবে৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷

  ম্যানচেস্টার টেস্টের ভাগ্য জানতে চেয়ে ইতিমধ্যেই আইসিসি-র কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড৷ যদিও সেই চিঠির এখনও কোনও জবাব দেয়নি আইসিসি৷ সৌরভ অবশ্য বলেছেন, 'আমরা সিরিজ শেষ করতে চাই৷ কারণ সেক্ষেত্রে ২০০৭ সালের পর ইংল্যান্ডে এটাই আমাদের প্রথম সিরিজ জয় হবে৷' বিসিসিআই সভাপতি আরও জানান, 'আমরা মনে করি টেস্ট ক্রিকেটই আসল ফর্ম্যাট, আর সেটা নিয়ে আমরা কোনও আপোস করব না৷'

  ম্যানচেস্টার টেস্টের আগে পর্যন্ত ভারত ২-১ ফলে সিরিজ এগিয়ে ছিল৷ কিন্তু ভারতীয় শিবিরে করোনা হানার পর সিরিজের পঞ্চম টেস্ট বাতিল হয়ে যায়৷ বিসিসিআই-এর তরফে পরে ট্যুইট করে জানানো হয়, দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনার ভিত্তিতে স্থগিত হয়ে যাওয়া টেস্ট ম্যাচটি পরে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যদিও কবে সেই খেলা হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷

  এমনিতে ম্যানচেস্টার টেস্ট বাতিল ঘোষণা হলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ক্ষতিপূরণ বাবদ বিমার টাকা পেয়ে যাবে৷ যার পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ডলার৷ কারণ প্রথম দিনের খেলাই শুরু না হয়ে টেস্ট বাতিল হয়ে যাওয়া ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বড়সড় ক্ষতির মুখে পড়েছিল৷ শোনা যাচ্ছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্ষতি পুষিয়ে দিতে আগামী বছর জুলাই মাসে ইংল্যান্ডে গিয়ে দু'টি টি টোয়েন্টি ম্যাচ বেশি খেলবে ভারত৷ সৌরভ অবশ্য বলেছেন, 'আমদের টি টোয়েন্টি বা একদিনের ম্যাচ খেলতে কোনও আপত্তি নেই৷ ওটা কোনও সমস্যাও নয়৷ শুধু যে টেস্টটি পরে খেলা হবে, সেটি স্থগিত হয়ে যাওয়া সিরিজের পঞ্চম ম্যাচ হবে৷'

  আরও পড়ুন: Virat নয় Rohit অধিনায়ক, 'Rubbish' বলে জল্পনা গুঁড়িয়ে দিল খোদ বিসিসিআই

  তবে শেষ পর্যন্ত যদি আইসিসি করোনার জন্য ম্যানচেস্টার টেস্ট বাতিব করে, তাহলে নিয়ম অনুযায়ী ২-১ ফলে ভারতীয় দলক সিরিজ জয়ী ঘোষণা করা হবে৷ সৌরভ বলেছেন, 'করোনার কারণে গত ১৮ মাসের মধ্যেই সিরিজ বাতিল হয়েছে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা ঘরের মাঠে সিরিজ বাতিল করেছিলাম৷ যার ফলে আমাদেরও বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল৷' সৌরভের আশা, ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি ভবিষ্যতেও তৈরি হলে খেলা চালিয়ে যাওয়া নিয়ে দ্রুত পরামর্শ দেওয়া হবে৷ যাতে নির্বিঘ্নে খেলা শেষ করা যায়৷

  ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় বিসিসিআই কর্তারাও হতাশ ছিলেন৷ যদিও তার জন্য খেলোয়াড়দের বিপদের মুখে ঠেলে দেওয়া অর্থহীন বলেও মন্তব্য করেন বিসিসিআই প্রেসিডেন্ট৷ কয়েক জন সিনিয়র খেলোয়াড়দের বাদ দিয়ে নতুন করে দল নামানোও সম্ভব ছিল না বলে জানিয়েছেন সৌরভ৷ কারণ যোগেশ পারমার নামে যে জুনিয়র ফিজিও করোনা আক্রান্ত হওয়ায় ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়, তিনি অধিকাংশ খেলোয়াড়েরই সংস্রবে এসেছিলেন বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: India vs england, Sourav Ganguly

  পরবর্তী খবর