#কলকাতা:অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় । ভর্তি করা হল উডসল্যান্ডস হাসপাতালে । সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে ।
জানা গিয়েছে, শনিবার সকালে হঠাৎই বেহালায় নিজের বাড়িতেই ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ । জিম করতে করতেই পড়ে যান তিনি । সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ডসে । চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি ।
BCCI President Sourav Ganguly admitted to Woodland Hospital in Kolkata, West Bengal. More details awaited.
হাসপাতাল সূত্রে খবর, বুকে ব্যথা অনুভব করছেন তিনি । সম্ভবত মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের (হার্ট অ্যাটাক) কারণেই ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলেন তিনি । তবে সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষার পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে মত চিকিৎসকদের । জরুরি ভিত্তিতে গঠিত হতে পারে মেডিক্যাল বোর্ডও । তবে এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ।