corona virus btn
corona virus btn
Loading

স্বার্থের সংঘাতে কপিলদের হলফনামা, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি, মামলার দিকে তাকিয়ে CAB

স্বার্থের সংঘাতে কপিলদের হলফনামা, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি, মামলার দিকে তাকিয়ে CAB
File Photo

শুনানির আগেই অনুগতদের নিয়ে ভিডিও কনফারেন্সে ফের একদফা বৈঠক করতে পারেন এন শ্রীনিবাসন।

  • Share this:

#মুম্বই: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বোর্ডের মামলার শুনানি। আপাতত যে শুনানির দিকে তাকিয়ে আছে সিএবি’র মত অধিকাংশ রাজ্য ক্রিকেট সংস্থা। শুনানির আগেই অনুগতদের নিয়ে ভিডিও কনফারেন্সে ফের একদফা বৈঠক করতে পারেন এন শ্রীনিবাসন।

এদিকে কোহলিদের নতুন কোচ বাছাই নিয়েও জট কাটেনি। তার আগে স্বার্থের সংঘাত নিয়ে হলফনামা জমা দিলেন কপিলদেব, অংশুমান গায়কোয়াড়, শান্তা রঙ্গস্বামীরা। অ্যাড-হক ভিত্তিতে কোচ বাছার জন্য নতুন ক্রিকেট উপদেষ্টা কমিটি নিয়োগ করেছে বোর্ড। বোর্ড সূত্রে খবর, হলফনামা গ্রাহ্য হলে অগাস্টেই নতুন কোচের ইন্টারভিউ নিতে পারে অ্যাড-হক ক্রিকেট উপদেষ্টা কমিটি।

 
First published: August 5, 2019, 4:52 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर