Home /News /sports /

ভারতের অধিনায়ক ধোনি! বিসিসিআই ওয়েবসাইটেই মিলছে এই চাঞ্চল্যকর তথ্য

ভারতের অধিনায়ক ধোনি! বিসিসিআই ওয়েবসাইটেই মিলছে এই চাঞ্চল্যকর তথ্য

Photo Courtesy : AP

Photo Courtesy : AP

সারা দেশে জোর জল্পনা মহেন্দ্র সিং ধোনি কি অবসর নিয়ে নেবেন,ঠিক সেই সময়েই বিসিসিআইয়ের এক মারাত্মক ভুল চোখে পড়ল ৷

 • Share this:

  #মুম্বই : সারা দেশে জোর জল্পনা মহেন্দ্র সিং ধোনি কি অবসর নিয়ে নেবেন,ঠিক সেই সময়েই বিসিসিআইয়ের  এক মারাত্মক ভুল চোখে পড়ল ৷ বিসিসিআইয়ের সরকারি ওয়েবসাইটের মতে এখনও ভারতীয় দলের অধিনায়ক মাহি ৷

  বিসিসিআইয়ের ওয়েবসাইট www,bcci.tv -র হোম পেজ থেকে সিরিজ অ্যান্ড ইভেন্টসে থেকে স্কোয়াড অপশনে গেলে প্রথমেই দেখা যাচ্ছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ ৷ সেখানে প্রাথমিক পেজে বিরাট কোহলিকেই অধিনায়ক ও মহেন্দ্র সিং ধোনিকে উইকেটরক্ষকই দেখাচ্ছে ৷

  Photo Source: BCCI.TV (Grab) Photo Source: BCCI.TV (Grab)

  কিন্তু যেই মহেন্দ্র সিং ধোনির লিঙ্কে ক্লিক করা হচ্ছে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক ৷

  Photo Source: BCCI.TV (Grab) Photo Source: BCCI.TV (Grab)

  অন্যদিকে বিরাট কোহলির লিঙ্কে ক্লিক করলে তার নামের নিচে কোনও পদ দেখানোই নেই৷

  Photo Source: BCCI.TV (Grab) Photo Source: BCCI.TV (Grab)

  সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে লর্ডসে ৫৯ বলে ৩৭ এবং সিরিজ নির্নায়ক লিডসের ম্যাচে ৬৬ বলে ৪২ করায় ধোনির অবসর নিয়ে সোচ্চার বিভিন্ন মহল ৷ ২০০৪ এ ভারতীয় দলের হয়ে আত্মপ্রকাশ ঘটানো ধোনি ২০১৪ তে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন ৷ ২০১৭সালে অধিনায়কত্ব ছেড়ে দেন সীমায়িত ওভারের ক্রিকেটেও ৷ সেখানে কি করে বিসিসিআইয়ের সরকারি ওয়েবসাইট এখনও মাহিকে অধিনায়ক দেখাতে পারে তাতে লাখ টাকার প্রশ্ন ৷

  এদিকে এই ভুলের খবর প্রকাশের পরেই বিসিসিআই ওয়েবসাইট দ্রুত তৎপরতায় ধোনির নামের নিচ থেকে অধিনায়ক শব্দটি তুলে দেয় ৷  রাত আটটা নাগাদ অধিনায়কত্ব হারান মাহি !

  First published:

  Tags: BCCI, Mahendra Singh Dhoni, Virat Kohli

  পরবর্তী খবর