#সিডনি: সিডনিতে বর্ণ বৈষম্যের শিকার হলেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ৷ এক দল মদ্যপ অস্ট্রেলীয় সমর্থকের বিরুদ্ধে ভারতের দুই পেসারকে বর্ণবিদ্বেষী মন্তব্য ও অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগ উঠেছে৷ শনিবার সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া চলতি টেস্টের তৃতীয় দিনের শেষে এমনটাই ঘটেছে বলে জানা যাচ্ছে৷
বিসিসিআই-এর পক্ষ থেকে আইসিসি-র ম্যাচ রেফারি ডেভিড বুনকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ জানা যাচ্ছে দ্বিতীয় দিনেও একই ঘটনা ঘটেছিল৷ এদিন খেলার শেষে অজিঙ্ক রাহানে, আর অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটাররা দুই অনফিল্ড আম্পায়ার পল রেফেল ও পল উইলসনের সঙ্গে কথা বলে জানান যে, দলের দুই ক্রিকেটারকে বর্ণবিদ্বেষী মন্তব্যের পাশাপাশি অশ্রাব্য গালিগালাজও করা হয়েছে৷ এরপর এই নিয়ে আম্পায়ার, নিরাপত্তা আধিকারিক ও দলের সিনিয়র ক্রিকেটারদের মিনিট পাঁচেক কথাও হয়৷ ইন্ডিয়া-অস্ট্রেলিয়া সিরিজে বর্ণবিদ্ধেষের ঘটনা এই প্রথম নয়৷ ২০০৭ সালে অ্যান্ড্রু সাইমন্ডস ও হরভজন সিং কুখ্যাত 'মাঙ্কিগেট এপিসোড'-এ জড়ান৷
Quite a long discussion between the senior Indian players, including captain Rahane, the umpires & a security official at close of play. Looked like it was to do with something someone from the crowd had said to Mohammad Siraj who was at fine-leg at the Randwick end #AUSvIND
— Bharat Sundaresan (@beastieboy07) January 9, 2021
Breaking in what should come as some relief for India @RishabhPant17 s scans show no major damage. He is in pain but should be able to bat on day 5. He is being treated for the injury. Watch 5@5 @SportsTodayofc for more.
— Boria Majumdar (@BoriaMajumdar) January 9, 2021
He was called Wan.... Mother F... Monkey etc etc. This is just ridiculous. How on earth in an advanced society does someone get subjected to this? Unbelievable and unacceptable. Hope we see some action on this. @BCCI shouldn’t leave this.
— Boria Majumdar (@BoriaMajumdar) January 9, 2021
যঅন্যদিকে সিডনি টেস্টের তৃতীয় দিনের শেষে ১৯৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খেলা শেষ হওয়ার সময় ২ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে ফেলেছে অজিরা৷ প্রথম ইনিংসে ৯৪ রানে এগিয়ে থাকার সুবাদে প্রায় দুশো রানের লিড নিয়ে ফেলেছেন টিম পেইনরা৷ এখনও ক্রিজে রয়েছেন অস্ট্রেলিয়ার সেরা দুই ব্যাটসম্যান স্মিথ এবং মার্নাস লাবুশানে৷ ফলে সিডনি টেস্টে রীতিমতো কোণঠাসা অজিঙ্ক রাহানেরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Jasprit Bumrah, Mohammed Siraj