হোম /খবর /খেলা /
সিডনিতে বর্ণ বৈষম্যের শিকার বুমরাহ-সিরাজ, করা হল অশ্রাব্য গালিগালাজ

সিডনিতে বর্ণ বৈষম্যের শিকার বুমরাহ-সিরাজ, করা হল অশ্রাব্য গালিগালাজ

সিডনিতে বর্ণ বৈষম্যের শিকার বুমরাহ-সিরাজ, করা হল অশ্রাব্য গালিগালাজ

সিডনিতে বর্ণ বৈষম্যের শিকার বুমরাহ-সিরাজ, করা হল অশ্রাব্য গালিগালাজ

সিডনিতে বর্ণ বৈষম্যের শিকার হলেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ৷ এক দল মদ্যপ অস্ট্রেলীয় সমর্থকের বিরুদ্ধে ভারতের দুই পেসারকে বর্ণবিদ্বেষী মন্তব্য ও অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগ উঠেছে৷

  • Last Updated :
  • Share this:

#সিডনি: সিডনিতে বর্ণ বৈষম্যের শিকার হলেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ৷ এক দল মদ্যপ অস্ট্রেলীয় সমর্থকের বিরুদ্ধে ভারতের দুই পেসারকে বর্ণবিদ্বেষী মন্তব্য ও অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগ উঠেছে৷ শনিবার সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া চলতি টেস্টের তৃতীয় দিনের শেষে এমনটাই ঘটেছে বলে জানা যাচ্ছে৷

বিসিসিআই-এর পক্ষ থেকে আইসিসি-র ম্যাচ রেফারি ডেভিড বুনকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ জানা যাচ্ছে দ্বিতীয় দিনেও একই ঘটনা ঘটেছিল৷ এদিন খেলার শেষে অজিঙ্ক রাহানে, আর অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটাররা দুই অনফিল্ড আম্পায়ার পল রেফেল ও পল উইলসনের সঙ্গে কথা বলে জানান যে, দলের দুই ক্রিকেটারকে বর্ণবিদ্বেষী মন্তব্যের পাশাপাশি অশ্রাব্য গালিগালাজও করা হয়েছে৷ এরপর এই নিয়ে আম্পায়ার, নিরাপত্তা আধিকারিক ও দলের সিনিয়র ক্রিকেটারদের মিনিট পাঁচেক কথাও হয়৷ ইন্ডিয়া-অস্ট্রেলিয়া সিরিজে বর্ণবিদ্ধেষের ঘটনা এই প্রথম নয়৷ ২০০৭ সালে অ্যান্ড্রু সাইমন্ডস ও হরভজন সিং কুখ্যাত 'মাঙ্কিগেট এপিসোড'-এ জড়ান৷

যঅন্যদিকে সিডনি টেস্টের তৃতীয় দিনের শেষে ১৯৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খেলা শেষ হওয়ার সময় ২ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে ফেলেছে অজিরা৷ প্রথম ইনিংসে ৯৪ রানে এগিয়ে থাকার সুবাদে প্রায় দুশো রানের লিড নিয়ে ফেলেছেন টিম পেইনরা৷ এখনও ক্রিজে রয়েছেন অস্ট্রেলিয়ার সেরা দুই ব্যাটসম্যান স্মিথ এবং মার্নাস লাবুশানে৷ ফলে সিডনি টেস্টে রীতিমতো কোণঠাসা অজিঙ্ক রাহানেরা৷

Published by:Subhapam Saha
First published:

Tags: BCCI, Jasprit Bumrah, Mohammed Siraj