#মুম্বই : পুলওয়ামা জঙ্গি হামলার জেরে সারা দেশ জুড়ে বিক্ষোভ চরমে ৷ কেন্দ্রীয় সরকার যেরকম নানা পদক্ষেপ নিচ্ছে তেমনিই BCCI ও এবার চরম রাস্তায় হাঁটার পথে ৷ পুলওয়ামা সন্ত্রাসবাদী হানার পর থেকেই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে বিশ্বকাপের মঞ্চেও ভারত যেন পাকিস্তানের সঙ্গে না খেলে ৷ যা নিয়ে পক্ষে -বিপক্ষে বিভিন্ন মত আসছিল ৷
কিন্তু শুধু ভারত -পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না এই রাস্তায় নয় BCCI এর চেয়েও বড় দাবি জানাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC কে ৷ সমস্ত রাষ্ট্রের উচিত সন্ত্রাসবাদকে মদত দেওয়া রাষ্ট্রের বিরুদ্ধে একজোট হওয়া ৷ এই পয়েন্টে জোর দিয়ে গোটা বিশ্বের কাছে পাকিস্তানকে বয়কটের আর্জি BCCI-র ৷
আরও পড়ুন - LGBT মুভমেন্টে বড়সড় পদক্ষেপ, সার্বিয়ান প্রধানমন্ত্রীর লেসবিয়ান পার্টনার জন্ম দিলেন সন্তানের
বিসিসিআইয়ের COA-র পক্ষ থেকে বিনোদ রাই জানিয়েছেন পুলওয়ামা ঘটনার পর পাকিস্তানের সঙ্গে কোনওরকম সম্পর্ক কারোর রাখা উচিত নয় এটাই মত তাঁর ৷
এদিকে পুলওয়ামা-র ঘটনায় নিহত শহিদ পরিবারকে আর্থিক সাহায্যও দেবে বিসিসিআই ৷ IPL -র উদ্বোধনী অনুষ্ঠানের টাকা শহিদ পরিবারকে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিনোদ রাই ৷
CoA member Vinod Rai:We'll write to ICC expressing our concerns about attacks that took place & that security of players, officials & everybody else must be taken care of. We're telling cricketing community that in future we must sever ties with nations from where terror emanates pic.twitter.com/XS5BgkM4ql
— ANI (@ANI) February 22, 2019 আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, ICC, India Vs pakistan, Pulwama Terror Attack, বিসিসিআই