#ব্রিসবেন: একটা ভাঙাচোরা, চোট-আঘাতে জর্জরিত দল নিয়েও অজি ভূমে ইতিহাস লিখল টিম ইন্ডিয়া৷ ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে টেস্ট জিতে বর্ডার-গাভাস্কর ট্রফি নিজেদের কাছে রেখে দিল অজিঙ্কা রাহানে অ্যান্ড কোং৷ চার ম্যাচের এই টেস্ট সিরিজ ভারত জিতল ২-১ ব্যবধানে৷
ঐতিহাসিক এই জয়ের জন্য টিম ইন্ডিয়াকে পুরস্কৃত করছে বিসিসিআই৷ দেশে গেলেই রাহানেরা পাবেন ৫ কোটির টিম বোনাস৷ ট্যুইট করে জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআই সচিব জয় শাহ৷
"The BCCI has announced INR 5 Crore as team bonus"- BCCI Secretary Mr @JayShah tweets.#TeamIndia pic.twitter.com/vgntQuyu8V
— BCCI (@BCCI) January 19, 2021
Just a remarkable win...To go to Australia and win a test series in this way ..will be remembered in the history of indian cricket forever ..Bcci announces a 5 cr bonus for the team ..The value of this win is beyond any number ..well done to every member of the touring party..
— Sourav Ganguly (@SGanguly99) January 19, 2021
এদিন সৌরভ লিখলেন, ""অস্ট্রেলিয়ায় গিয়ে এই ভাবে টেস্ট সিরিজ জেতা অসাধারণ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজীবন এই জয় থেকে যাবে৷ বিসিসিআই ৫ কোটি টাকার টিম বোনাসের ঘোষণা করছে৷ যদিও কোনও সংখ্যা দিয়ে এই জয়ের মূল্যায়ন সম্ভব নয়৷ সফররত দলের প্রত্যেকে দুর্দান্ত৷"
The @BCCI has announced INR 5 Crore as team bonus. These are special moments for India Cricket. An outstanding display of character and skill #TeamIndia #AUSvIND #Gabba
— Jay Shah (@JayShah) January 19, 2021
#TeamIndia has redefined words like resilience, grit and determination this #BorderGavaskarTrophy. You have inspired the entire nation. Well done, @ajinkyarahane88 @RaviShastriOfc & the boys. Special mention to Siraj @RishabhPant17 @RealShubmanGill #Gabba #AUSvIND
— Jay Shah (@JayShah) January 19, 2021
জয় শাহও টিম বোনাসের ঘোষণা করেই দলের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন৷ অজিঙ্কা রাহানে, শুভমান গিল, ঋষভ পন্থ ও দলের কোচ রবি শাস্ত্রীর নাম ধরে শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ বিশেষ ধন্যবাদ দিয়েছেন মহম্মদ সিরাজকে৷ জয় লিখলেন, "গোটা দেশকে অনুপ্রাণিত করেছে এই জয়৷"