হোম /খবর /খেলা /
বিশ্বজয়ী মেয়েদের কোটি কোটি দেবে বিসিসিআই, নতুন যুগের শুরু বলছেন শাস্ত্রী

বিশ্বজয়ী মেয়েদের কোটি কোটি দেবে বিসিসিআই, নতুন যুগের শুরু বলছেন শাস্ত্রী থেকে সানি

নতুন যুগের শুরু বলছেন শাস্ত্রী থেকে সানি

নতুন যুগের শুরু বলছেন শাস্ত্রী থেকে সানি

BCCI announce 5 crores prize money to under 19 women. বিশ্বজয়ী মেয়েদের কোটি কোটি দেবে বিসিসিআই, নতুন যুগের শুরু বলছেন শাস্ত্রী থেকে সানি

  • Share this:

#কেপটাউন: ভারতীয় মহিলা ক্রিকেটের স্বপ্নের দিন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। শুধু চ্যাম্পিয়ন বললে ভুল হবে। ইংল্যান্ডকে যেভাবে দাপটের সঙ্গে উড়িয়ে দিয়েছে তিতাস, শেফালিরা তাতে ভারতীয় মেয়েদের ভবিষ্যৎ উজ্জল বলাই যায়। সিনিয়র মেয়েদের দল ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি আগে। স্মৃতি মান্ধানা, ঝুলন গোস্বামী, মিতালি রাজরা যা করতে পারেননি সেটাই করে দেখিয়েছেন পর্শাভি, মন্নত, শ্বেতা, সোনামরা।

রবি শাস্ত্রী এবং সুনীল গাভাসকার খুব খুশি ভারতের জুনিয়র মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ায়। সানি মনে করেন এতদিন পর সত্যিই মেয়েদের ক্রিকেট নিয়ে গুরুত্ব দিয়ে ভাবা হবে দেশে। ভারতের সিনিয়র মেয়েরা অবশ্যই প্রতিভাবান। কিন্তু একটা বিশ্বকাপ জয় অন্যরকম আবেগ তৈরি করে দেশে। আজ ভারতের জুনিয়র মেয়েরা যেটা করে দেখাল, এরপর যেমন এক কোটিপতির মেয়ে ক্রিকেট খেলতে চাইবে, তেমনই গ্রামে একটি চাষীর মেয়েও পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন দেখবে।

মেয়েদের ক্রিকেট আক্ষরিক অর্থে বড় হল। অনেকটা যেন ১৯৮৩ কপিলের ভারতীয় দলের প্রথম বিশ্বকাপ জয়ের মতো অবস্থা। রবি শাস্ত্রী মনে করেন মেয়েদের এই দুর্দান্ত খেলার কারণে এবং চ্যাম্পিয়ন হওয়ার কারণে এবার মেয়েদের আইপিএল নিয়েও আগ্রহ বাড়বে। হয়তো সেখানে জুনিয়র মেয়েদের খুব বেশি কাউকে দেখা যাবে না, কিন্তু মেয়েদের ক্রিকেটে ও একটা ব্যবসায়িক দিক তৈরি হবে।

মেয়েদের জার্সিও বিক্রি হবে। মেয়েদের নামেও মাঠে আওয়াজ তুলবেন দর্শকরা। বিভিন্ন চ্যানেল ভারতীয় মেয়েদের খেলার সত্ব কিনতে চাইবে। অর্থাৎ সোজা কথায় বললে ছেলেদের লেজুর হয়ে থাকতে হবে না। ভারতের জুনিয়র মেয়েরা প্রমাণ করে দিল মহিলারাও পারে। ভারতীয় নারী, সব পার ভারি।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Indian Women Cricket Team