• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • মাঠের মধ্যে শুয়ে পড়লেন ব্যাটসম্যান, ক্রিকেট ম্যাচের মধ্যেই মৃত্যু, দেখুন ভিডিও

মাঠের মধ্যে শুয়ে পড়লেন ব্যাটসম্যান, ক্রিকেট ম্যাচের মধ্যেই মৃত্যু, দেখুন ভিডিও

এ ভাবেই মাঠের মধ্যে পড়ে যান ব্য়াটসম্য়ান৷

এ ভাবেই মাঠের মধ্যে পড়ে যান ব্য়াটসম্য়ান৷

ঘটনার ভিডিও-তে দেখা যাচ্ছে, মাঠে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তেও দু'টি বলের মাঝে এগিয়ে গিয়ে সতীর্থ ব্যাটসম্যানের সঙ্গে কথা বলছেন বাবু৷

 • Share this:

  #পুণে: নন স্ট্রাইকার এন্ডে দাঁডিয়ে ছিলেন ব্যাটসম্যান৷ হঠাৎই হাঁটু মুড়ে বসে পড়লেন তিনি৷ তার পরই শুয়ে পড়লেন মাঠের মধ্যে৷ তড়িঘড়ি ওই ব্যাটসম্যানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানালেন, মৃত্যু হয়েছে তাঁর৷

  ক্রিকেট ম্যাচ চলাকালীন এমনই মর্মান্তিক ঘটনা ঘটল পুণের জুন্নারে৷ জানা গিয়েছে, যাদবগড় গ্রামে স্থানীয় একটি টুর্নামেন্ট চলাকালীনই এই ঘটনা ঘটেছে৷ মৃত ব্যক্তির নাম বাবু নালওয়াড়ে৷ তাঁর বয়স ৪৭৷ মৃতের দেহের ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই ব্যাটসম্যানের৷

  ঘটনার ভিডিও-তে দেখা যাচ্ছে, মাঠে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তেও দু'টি বলের মাঝে এগিয়ে গিয়ে সতীর্থ ব্যাটসম্যানের সঙ্গে কথা বলছেন বাবু৷ এর পর নন স্ট্রাইকিং এন্ডে ফিরে এসে হঠাৎ হাঁটু মুড়ে বসে পড়েন তিনি৷ তার পর মাঠের মধ্যেই শুয়ে পড়তে দেখা যায় তাঁকে৷ সঙ্গে সঙ্গে এগিয়ে যান আম্পায়ার৷ পরিস্থিতি গুরুতর বুঝে হাতের ইশারায় মাঠের বাইরে থেকে সাহায্য চান আম্পায়ার৷

  দ্রুত অসুস্থ ওই ক্রিকেটারকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

  Published by:Debamoy Ghosh
  First published: