ICC World Cup 2019, Bangladesh vs Sri Lanka: বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও, বিশ্বকাপে এই নিয়ে ৩ ম্যাচ বাতিল

দুপুরের দিকে বৃষ্টি খানিক থামার পর আশার আলো জেগেছিল৷ তারপর ম্যাচ শুরু খানিক আগে ঝেঁপে বৃষ্টি নামে৷ ফলে স্থানীয় সময় দুপুর ১টা ৫৭ মিনিটে শেষবারের মতো মাঠ পরিদর্শনে গিয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

Bangla Editor | News18 Bangla
Updated:Jun 11, 2019 09:28 PM IST
ICC World Cup 2019, Bangladesh vs Sri Lanka: বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও, বিশ্বকাপে এই নিয়ে ৩ ম্যাচ বাতিল
ছবিটি সংগৃহীত
Bangla Editor | News18 Bangla
Updated:Jun 11, 2019 09:28 PM IST

#ব্রিস্টল: বৃষ্টিতে বাতিল হয়ে গেল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ৷ ব্রিস্টলে প্রবল বৃষ্টির জেরে মাঠে বল গড়ানো তো দূর, টসই করা যায়নি৷ দুপুরের দিকে বৃষ্টি খানিক থামার পর আশার আলো জেগেছিল৷ তারপর ম্যাচ শুরু খানিক আগে ঝেঁপে বৃষ্টি নামে৷ ফলে স্থানীয় সময় দুপুর ১টা ৫৭ মিনিটে শেষবারের মতো মাঠ পরিদর্শনে গিয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে এক পয়েন্ট করে পেল দুই দল। এতে শ্রীলঙ্কার পয়েন্ট হলো ৪। আর বাংলাদেশের ৩।

প্রবল বৃষ্টির জেরে মাঠের অবস্থা খারাপ বলে জানান আম্পায়াররা৷ আম্পায়ার ও পিচ কিউরেটররা জানান, যদি বৃষ্টি থেমেও যায়, তা হলে এই মাঠ খেলার উপযোগী অবস্থায় নেই৷ তাই শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল বলেই ঘোষণা করা হয়৷ এতে াখেরে ক্ষতি হল বাংলাদেশের৷ কারণ, এই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতার ব্যাপারে অনেকটাই আশাবাদী ছিল বাংলাদেশ৷ পুর পয়েন্ট পাওয়ার আশ করেছিল৷

১৯৯২ ও ২০০৩ সালের বিশ্বকাপে দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। চলতি বিশ্বকাপে এই নিয়ে তিনটি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হল৷ এর আগে পাকিস্তান-শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

First published: 09:28:20 PM Jun 11, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर